আমার দাদা ছিলেন ছয় ভাইবোনের সবার ছোট৷ অকর্মের ঢেঁকি ৷
দাদা যখন বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন,মোট সাতজন গিয়েছিলেন৷
পায়ে হাটার পথ ৪ ঘন্টা অতিক্রম করে৷
দাদী ছিলেন ধনী পরিবারের দুই ভাইয়ের আদুরে একমাত্র বোন ৷
দাদীর বাড়ির সামনেই বিশাল এক পুকুর,(এখনো আছে) তার পাশেই ছিলো বড় একটা তেঁতুল গাছ ৷
দাদার পক্ষের লোকজন সেই তেঁতুল গাছের নিচে গিয়ে দাড়িয়ে কারোর খোঁজ করছিলেন দাদীদের কোন বাড়ি সেটা জানার জন্য ৷
তখনি একজন দেখতে পেলো তেঁতুল গাছে ডালে বসে ১৪/১৫ বছরের এক মেয়ে বিড়ি টানছে৷
তারা বেশ অবাক হয়েছিলো এমন দৃশ্য দেখে৷
গাছের মেয়ের থেকেই জেনে দাদারা ভিতর বাড়ী প্রবেশ করেছিলেন৷
পায়ে হাটার পথ ৪ ঘন্টা অতিক্রম করে৷
দাদী ছিলেন ধনী পরিবারের দুই ভাইয়ের আদুরে একমাত্র বোন ৷
দাদীর বাড়ির সামনেই বিশাল এক পুকুর,(এখনো আছে) তার পাশেই ছিলো বড় একটা তেঁতুল গাছ ৷
দাদার পক্ষের লোকজন সেই তেঁতুল গাছের নিচে গিয়ে দাড়িয়ে কারোর খোঁজ করছিলেন দাদীদের কোন বাড়ি সেটা জানার জন্য ৷
তখনি একজন দেখতে পেলো তেঁতুল গাছে ডালে বসে ১৪/১৫ বছরের এক মেয়ে বিড়ি টানছে৷
তারা বেশ অবাক হয়েছিলো এমন দৃশ্য দেখে৷
গাছের মেয়ের থেকেই জেনে দাদারা ভিতর বাড়ী প্রবেশ করেছিলেন৷
দাদারা আরো অবাক হয়েছিলেন যখন দেখলেন বিড়ি টানা মেয়েটিই দাদার কনে৷
বিয়ের পরও দাদীর বিড়ি খাওয়া শত চেষ্টা করে কেউ বন্ধ করতে পারেননি৷
অবশেষে পেরেছিলে দাদীর বড় ছেলে (আমার বাবা) ধর্মের জালে বন্দি করে ৷
অবশেষে পেরেছিলে দাদীর বড় ছেলে (আমার বাবা) ধর্মের জালে বন্দি করে ৷
"দাদীর অনেক স্বভাব আমার মধ্যে পালিত"
EmoticonEmoticon