রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

কোনটা সংকট

অনেকেই রোহিঙ্গা বিরোধী পোস্ট দিচ্ছেন। অনেক বামপন্থী সেক্যুলার দাবিদার আছেন উনারাও রোহিঙ্গাদের মহা বিপদ হিসেবে দেখছেন। রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বাড়তি চাপ এটা ঠিক আছে। কিন্তু রোহিঙ্গা যেখানে ফিরে যাবে সেখানে তাদের নিরাপত্তা আছে কিনা এটাও তো গুরুত্বপূর্ণ? কারণ নিশ্চিত অনিয়চ্ছতার মধ্যে, বন্দুকের গুলি তাক করা জায়গায় কেউ ফেরত যেতে চাইবে না। মিয়ানমার সেগুলো নিশ্চিত না করেই কিছু খুপরিঘর বানিয়েছে রোহিঙ্গা থাকার জন্য। সেখানে ক্যাম্পে ফিরতে হবে। অনেকটা জেলখানার মত জীবন। স্বাধীন চলাফেরা, ক্ষেতখামার করা, নিজেদের বসতিতে ফিরতে পারবে না। ফলে এরকম একটি অনিশ্চিত প্রত্যাবর্তনে কেউ ফিরতে চাইবে না।

কেউ কেউ ১৮ কোটি জনসংখ্যার মাঝে ১০ লাখ রোহিঙ্গাকে প্রধান সমস্যা হিসেবে দেখছেন। বাস্তবে কী রোহিঙ্গারাই বাংলাদেশের প্রধান সংকট? যদি বাংলাদেশের অন্যান্য বিষয় ভালভাবে চলতো তবে মনে করা যেত আসলেই রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে। বাংলাদেশের মূল সংকট শাসন ব্যবস্থার সংকট। এখানে রাতের অন্ধকারে সাংসদ নির্বাচিত হয়ে যায়। সরকার গঠিত হয় রাষ্ট্রীয় আমলাতান্ত্রিক ক্ষমতার জোরে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়, বিচার ব্যবস্থা একেবারেই তলানিতে এসে পড়েছে। দুর্নীতি লুটপাট চলছে অবাধে। খুন সন্তাস ধর্ষণের বিচার নাই। এগুলো ভেঙ্গে পড়েছে। স্বেচ্চাচারী আর দুর্নীতি হয়ে উঠেছে রাষ্ট্রের প্রধান উপাদান। সেখানে রোহিঙ্গা আসলেই বড় সংকট? ভাইয়েরা আমার রোহিঙ্গা বাংলাদেশের জন্য বাড়তি চাপ ঠিক আছে। কিন্তু আপনারা তাঁদের ঠেলে দিবেন এমন জায়গায় যেখানে বারবার নির্যাতনের শিকার হয়ে তারা আজ নিজ ভূমি থেকে বিতারিত। সেখানে কোন নিশ্চয়তা ছাড়া কিভাবে ফেরত যাবে?

আমরাও চাই রোহিঙ্গা নিজ ভূমিতে ফিরে যাক। বাংলাদেশের মত ছোট জায়গায় রোহিঙ্গাদের জায়গা দেওয়া কঠিন। এখন সম্পূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে তা হোক। মিয়ানমারের মত দস্যু রাষ্ট্র সহজে এই কাজ করবে তা মনে করি না। একমাত্র আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা ছাড়া এটা কখনই বর্তমানে সম্ভব নয়। তবে প্রতিবেশী মোড়ল রাষ্ট্রগুলো সংকট নিয়ে ভাবিত নয়। তারা তাদের সুবিদাকেই বড় করে দেখছে। আসল কথা হল রাষ্ট্রীয় পর্যায়ে দেন দরবার করা ছাড়া এই কাজ সম্ভব নয়। ফলে মিয়ানমারের অসহযোগিতা এবং বাংলাদেশের সরকারের কার্যকর প্রদক্ষেপ না নেওয়ার ফলে প্রত্যাবর্তন কার্যক্রম ফলফসু হচ্ছে না। এমন অবস্থায় রোহিঙ্গাদের নিয়ে বিষ্যুদগার করে লেখালেখা সঠিক মনে করি না। একবার নিজেকে রোহিঙ্গার জায়গায় কল্পনা করুন তখন বাস্তবতা কিছুটা উপলব্ধি করতে পারবেন।


EmoticonEmoticon