সোমবার, ১২ জুন, ২০১৭

বাংলাদেশের মুসলমানিত্ব

বাংলাদেশের মুসলমানিত্ব আর ভিন্ন ধর্মালম্বীদের সংখ্যার জরিপ দেখে যে সমস্ত মৌলবাদী ও মডারেট মুসলমানেরা খুব আন্দিত তাদেরকে বলছি,ভাইয়েরা বেশি লাফায়েন না।আগে একটু খেয়াল করে দেখুন আপনিকি শুধু মুসলমান নাকি সুন্নি মসলমান/শিয়া মুসলমান/ওহাবী/কাদিয়ানী/আহলে হাদিস নাকি সুফিবাদী????।কারন অদূর ভবিষ্যতে এই সকল সম্প্রদায়ের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হতে যাচ্ছে।কারন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কিছুই অবশিষ্ট নাই। তাছাড়া এদের মধ্যে ধর্মীয় চর্চায় যতটুকু মিল আছে তার থেকে অমিল অনেক বেশী।কিছু কিছু বিষয় অত্যান্ত সাংঘর্ষিক।শুধু তাই না এরা একেকজন একেকজনকে শত্রু মনে করে।এই শত্রু মনে করার পিছনের কারন হলো,পরমত অসহিষ্ণুতা এবং নিজেকেই শ্রেষ্ঠ মনে করা।আমরা বিভিন্ন দেশেই শিয়া-সুন্নি মারামারি কাটাকাটি দেখেছি। সেই সাথে বাংলাদেশেও বিভিন্ন পীরের শিষ্যদের মধ্যেও সংঘর্ষ হতে দেখেছি।এর মাত্রা এখন অবশ্য খুব বেশি না।কিন্তু মানসিক ভাবে তারা সবসময় প্রস্তুত শুধু একটু উস্কানি পেলেই হলো।আবার এরা একে অপরের কাধে কাধ মিলিয়ে হিন্দুদের বাড়িঘর পোড়ায়,মেয়েদের ধর্ষন করে,ঘরবাড়ী লুটপাট করে।তাই এসব থেকে মুক্তি পেতে গেলে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা ঘটনাকে বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষন করা।যা করছি তা ভেবে-চিন্তে করা।ওমুক হুজুর তমুক পীর যা বলতেছে তা সত্য কিনা যাচাই করা।তারপর সিদ্ধান্ত নেওয়া আসলে আমি কোন ধর্ম(উপধর্ম)পালন করব।


EmoticonEmoticon