শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

শুদ্ধ বাংলা বানান চর্চা ।

আমাদের অনেকেই অশুদ্ধ বানান ব্যবহার করি।
দেখে নেই কো্ন্ কোন্ ভুল বানান ব্যবহার করি ।

সুধী/সুধি:-
----------
‘সুধি’ ও ‘সুধী’ দুটি প্রায় অভিন্ন উচ্চারণের দুটি ভিন্ন অর্থ-জ্ঞাপক শব্দ। ‘সুধি’ বাংলা শব্দ এবং ‘সুধী’ তৎসম শব্দ। ‘
সুধি’ শব্দের আভিধানিক অর্থ বোধ, চেতনা, চৈতন্য, হুঁশ, স্মৃতি, অনুভব, শুভবুদ্ধি, সহজ-সরল, স্মরণশক্তি, অনুধাবন প্রভৃতি।
অন্যদিকে ‘সুধী’ শব্দের অর্থ মান্যবর, বিচক্ষণ, বিদ্বান, জ্ঞানী, পণ্ডিত, উত্তম ইত্যাদি। অতএব আমন্ত্রণপত্রে যে অর্থ-প্রকাশে ‘সুধি’ লেখা হয় তা ভুল। আমন্ত্রণপত্রে সম্বোধন-জ্ঞাপক শব্দ হিসাবে ‘সুধী’ লিখুন, ‘সুধি’ নয়।

সর্বজনীন/সার্বজনীন:-
---------------------
‘সর্বজনীন’ ও ‘সার্বজনীন’ উভয় শব্দ শুদ্ধ কিন্তু অর্থ ভিন্ন। তাই দুটো শব্দকে অভিন্ন অর্থে ব্যবহার করা সমীচীন নয়। অনেকে ‘সর্বজনীন’ অর্থে ‘সার্বজনীন’ লিখে থাকেন। শব্দ দুটোর আভিধানিক অর্থ না-জানার জন্য এমন ভুল হয়।
‘সর্বজনীন’ শব্দের অর্থ ‘সকলের মঙ্গল বা সবার হিত বা কল্যাণ বা সকলের মঙ্গলের জন্য কৃত বা সকলের জন্য উদ্দিষ্ট’। যেমন :‘মানবাধিকার সর্বজনীন অধিকার হিসেব স্বীকৃত।’

অন্যদিকে, ‘সার্বজনীন’ শব্দের অর্থ ‘সবার মধ্যে প্রবীণ বা সবার মধ্যে শ্রেষ্ঠ’। যেমন: (১) নেলসন মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার একজন সার্বজনীন নেতা। (২) সার্বজনীন দুর্গাপূজায় আপনাকে স্বাগত’। দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে : সর্বশ্রেষ্ঠ দুর্গাপূজায় আপনাকে স্বাগত।

সুতরাং ‘সবার হিতের জন্য’ অর্থে ‘সকলের মধ্যে প্রবীণ বা সবার মধ্যে শ্রেষ্ঠ’ বলা বিধেয় নয়। অনেকে মনে করেন ‘সার্বজনীন’ শব্দটি ভুল কিন্তু এটি ভুল নয়। তবে ‘সর্বজনীন’ অর্থে সার্বজনীন’ শব্দের ব্যবহার কখন সমীচীন তা ভেবে দেখা প্রয়োজন।
-----------------------------------
'স্ত' আর 'স্থ'-এর ব্যবহার:
------------------------------------
'স্ত' আর 'স্থ'-এর বৈশিষ্ট্য:- স্ত/স্থ সংক্রান্ত বানান ভুল এড়াবার একটা উপায় আছে। যে সব শব্দে 'স্থ' আছে, অধিকাংশ ক্ষেত্রেই সেসব শব্দ থেকে স্থ বাদ দিলেও শব্দের অর্থবোধক অংশ পড়ে থাকবে। কিন্তু 'স্ত' দিয়ে যে-সব শব্দ পাওয়া যায় সেখানে স্ত বাদ দিলে অর্থবোধক শব্দ পড়ে থাকবে না।উদাহরণগুলো লক্ষ্য করলে এ ব্যাপারে সচেতন হওয়া যাবে।

বানানে স্ত-এর উদাহরণ:- অভ্যস্ত, অস্ত, আশ্বস্ত, গ্রস্ত (বিপদগ্রস্ত), ত্রস্ত, নিরস্ত, ন্যস্ত, পরাস্ত, পর্যুদস্ত, প্রশস্ত, বিধ্বস্ত, বিন্যস্ত, বিপর্যস্ত, বিশ্বস্ত, ব্যতিব্যস্ত, সন্ত্রস্ত, স্বস্তি, সমস্ত।

বানানে স্থ-এর উদাহরণ:- অন্তঃস্থ , অভ্যন্তরস্থ , কন্ঠস্থ , গর্ভস্থ , গৃহস্থ , তটস্থ , দ্বারস্থ , ভূগর্ভস্থ , মধ্যস্থতা , মনস্থ, মুখস্থ, যন্ত্রস্থ , সভাস্থ , সুস্থ, সমাধিস্থ , অধীনস্থ ( শেষ উদাহরণটি যদিও ব্যাকরণ সম্মত নয়) ।
-------------------------------------------------------
ট-এর জায়গায় ঠ এবং ঠ-এর জায়গায় ট-এর অশুদ্ধি
-------------------------------------------------------
অশুদ্ধ ☞ শুদ্ধ
হটাৎ ☞ হঠাৎ
কনিষ্ট ☞ কনিষ্ঠ
ঘনিষ্ট ☞ ঘনিষ্ঠ
বলিষ্ট ☞ বলিষ্ঠ
জ্যেষ্ট ☞ জ্যেষ্ঠ
শ্রেষ্ট ☞ শ্রেষ্ঠ
ষষ্ট  ☞ ষষ্ঠ
গোষ্টী  ☞ গোষ্ঠী
ইষ্ঠক  ☞ ইষ্টক
কুঠির ☞ কুটির
ঘঠিত ☞ ঘটিত
অনিষ্ঠ> অনিষ্ট
ষষ্ঠি ☞ ষষ্টি
মুষ্ঠি ☞ মুষ্টি
পিষ্ঠক ☞ পিষ্টক
সৃস্টি ☞ সৃষ্টি
শিষ্ঠাচার ☞ শিষ্টাচার
---------------------------
শুদ্ধিকরণ সংগীত:
---------------------------
দূ-এ দু-এ রয়েছে তফাৎ
দূর থেকে বহুদূর তুমি আজ গিয়েছ চলে
দূরে যে দূ আছে কেন তা যাও নি বলে।।
দূরদৃষ্টি ছিল না তাই
ভালবেসে আজ করি হায় হায়
দূরবীক্ষণে খুঁজি গো তোমায় নানা ছলে।।
দুরন্ত দুরাচার দুরাশার মাঝে
দু রয়েছে দেখি বানানের ভাঁজে
তাই দুর্নাম শুনেও আমি যাই নি টলে।।
দূ-এ দু-এ রয়েছে তফাৎ
দুরারোগ্যে নেই কারো হাত
তবু জানি গো জীবন যাবে না বিফলে।।

মূল পার্থক্য: দূর যদি শব্দের আগে বসে এবং সেটা যদি দূরত্ব বোঝায় তাহলে দীর্ঘ ‘ূ ‘কার হবে আর দুরত্ব না বোঝালে হ্রস্ব- ু কার হবে। যেমন: দুর্নীতি, দুর্বিনীত, দুর্বার, দুর্যোগ. দু:সময়, দুর্নাম প্রভৃতি ।


EmoticonEmoticon