শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭

বহুল প্রচারিত কুসংস্কার ।

শুক্রাণু পুরুষের
ডিম্বাণু নারীর
ভ্রুণ বিকশিত হলো টেস্ট টিউবে।
সন্তানের জন্ম হলো কৃত্রিম কোনো গর্ভাশয়ে।
তাহলে এখানে সন্তানের জন্মদাতা কিংবা জননী কে?
সেই টেকনেশিয়ান হলে হতেও পারেন। কিন্তু শুক্রাণু ও ডিম্বাণু দাতারা নন নিশ্চয়ই। তারা পিতামাতা এটা ঠিক আছে কিন্তু  জনক জননী নন ।
জনক কিংবা জননী হতে হলে সরাসরি ধারণ, লালন এবং প্রসব প্রক্রিয়ায় অংশগ্রহণ থাকতে হয়।
পিতামাতা এবং জনক একই অর্থবোধক শব্দ নয়।

স্বাভাবিক প্রক্রিয়ায় তাহলে জন্মদানের কাজটা কে করে?
নিশ্চিত এবং এককভাবে একজন নারী।
কারণ সন্তান ধারণ, লালন ও পালনের পুরো কাজটা নারীর। এখানে পুরুষ আসলে নারীরই গর্ভে জন্ম নেয়া  সহযোগী এবং খন্ডিত বীজভান্ডার।
নারী সন্তান জন্মদানের কাজটা করে সর্বোচ্চ কষ্ট, ধৈর্য্য, আনন্দ, আগ্রহ, ঝুঁকি ও মমতার মাধ্যমে।
সহজ হিসাব জননী কিংবা জন্মদাতা আসলে নারী। পুরুষ জন্মদাতা এটি চরম মিথ্যাচার এবং বহুল প্রচারিত কুসংস্কার।

নারীর মাতৃত্বকে আকর্ষণীয় করার প্রয়োজনে প্রকৃতি নারীকে পুরুষ নামক ম্যাজিক-সুন্দর উপহার দিয়েছে।


EmoticonEmoticon