সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

একটু আগুন দাও

জ্বালাময়ী চেতনার অগ্নি মশাল
হাতে ধরেছি কবেকার মহাকাল,
আমি আগ্নেয়গিরির জ্বলন্ত শিখা নহে
নিজেই জ্বলব শুধু বার বার,
আমার যত কন্টক বন্ধুর পথে
আজ থেকে জ্বালিয়ে করব ছাড়খার।
আমি বজ্রপাতের মত নিমিষেই জ্বলে উঠি
আঘাত হানি মন্দদের দুনিয়ায়,
আমার জন্মই হয়েছে দ্রোহ বিদ্রোহী
তাতে কেহ মরে গেলে কি এসে যায়?
দুর্নিতিবাজদের মাথায় আঘাত হানিব বলে
মেহনতি গরীবের কান্ডারী হতে চাই,
তোরা আমায় একটু আগুন দে
আমি প্রতিশোধে শান্তির বার্তা দিয়ে যায়।
আজ চারিদিকে হাহাকার কান্নার রোল
অমানুষ গুলো খাচ্ছে মানুষের রক্ত চুষে,
আমার হিদয় বিষন্ন ব্যাথায় করুনায় কাঁদে
তোরা আমায় একটু আগুন দে
সে আগুনে যেন দুষ্টরা পুড়ে মরে।
ওরে যত ভন্ডামী করিস তোরা
ছলনার বিষে গরীব গুলো হয় আধামরা,
রাজনীতির মিথ্যে গরলে
পুরো দেশ আজ লুটেদের কবলে,
দে রে দে আমায় একটু আগুন
জ্বালিয়ে দেব,লাগিয়ে দেব বাবুদের ঘরে।
জাগ,জাগ শোষিত জনতা
লড়াই কর,বাঁচ,কর বাঁচার যুদ্ধটা
আমায় দে একটু আগুন
আমি তেজস্বী হয়ে জ্বলি বহুগুণ।।


EmoticonEmoticon