দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার প্রতি যাদের সবচেয়ে বেশী অবদান সেইসব রেমিটেন্স যোদ্ধা সকল প্রবাসী ভাই-বোনদের জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসলে ঈদ মানে খুশি ঈদ মনে আনন্দ, এই কথা সবাই মানলেও প্রবাসীদের জীবনে এই কথার বাস্তবতা খুজে পাওয়া মুশকিল, প্রবাসীদের ঈদটা একটু অন্য রকম, প্রবাসে অনেকে আছেন যাদের জন্য ঈদের দিনটা অনেক কষ্টের, মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধমীয় উৎসব হচ্ছে ঈদ, তাই এই ঈদকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা আর প্রস্ততির কমতি থাকেনা, ঈদ আসে ঈদ যায় কিন্তু প্রবাসী শ্রমিকদের কষ্ট এতটুকও কমেনা, একসময় ফযরের আযানের পর দল বেধে ছুটাছুটি, দল বেধে পুকুরে গোসল শেষ করে, সামান্য মিষ্টি মুখ করে নতুন জামা কাপড় পরে ইদগাহ মাঠে যাওয়া তা প্রবাসীদের জন্য শুধুই সৃতি, প্রবাসীরা নামাজ পড়তে যাওয়ার সময় তাদেরকে পাশের বাড়ির কেউ ডাক দিয়ে বলে না যে, আসো সেমাই খেয়ে যাও, তারা নতুন জামা পরে সালাম করলে কেউ নতুন টাকার নোট গুলো হাতে উঠিয়ে দিবেনা, তাদের জন্য ঈদ মানে শূন্যতা, ঈদ মানে না পাওয়ার কষ্ট বেদনা, পরিবার পরিজন ছাড়া ঈদ যে কত কষ্টের তা একমাত্র প্রবাসীরাই বুঝে, অনেকেই আছেন ঈদের দিন ডিউটিতে, শেষ রাতে গোসল সেরে পূর্ব আকাশে সূর্য মামার দেখা পাওয়ার সাথেসাথে শেষ হয়ে যায় আনন্দ, ঈদের নামাজের মধ্যে আসা শুরু করবে দেশ থেকে আপনজনের মিস কল আর বার্তা, ঈদের প্রস্ততি জানার জন্য ফোন করবে মা-বাবা ভাইবোন স্ত্রী সন্তানকে, কথা বলার পর মনটা আরো খারাপ হয়ে যাবে তাদের, কথা শুনবে আর চোখের পানি মুছবে, তারপরেও এতটুকু জেনে হয়তো ভালো লাগবে যে, তাদের কষ্টের উপার্জিত টাকা দিয়ে তাদের পরিবার সুখে শান্তিতে ঈদ করছে, এতটুকুই প্রবাসীদের শান্তি, তারপর ঈদের নামাজ আর দেশে ফোন করার পর কষ্টের বিছানায় গিয়ে চোখের পানিতে বালিশ ভিজিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবে যেন, কষ্টের ভারটা একটু কমে, আর তাতেই দুপুর ঘনিয়ে পূর্বের সূর্যটা পশ্চিমে হেলতে শুরু করবে, বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে সামান্য কিছু মুখে দিয়ে দুএকজন বন্ধুকে সাথে নিয়ে সামান্য আনন্দের প্রত্যাশা, অজানার উদ্দেশ্যে ছুটে চলা, এভাবেই কেটে যায় প্রবাসীদের ঈদ নামের কষ্টের দিনটি।
প্রবাসীদের ঈদ মানে তো দেশে টাকা দেওয়া, কেমন আছেন ফুপি খালা ফোনে খবর নেওয়া, ঈদের দিনটা ঘুমিয়ে কাটে কিংবা কারো কাজে, কারো আবার চোখ ঘড়িতে বেলা ক’টা বাজে? ঈদের দিনে পায়না ওরা বুকে বাবার বুক, লুকিয়ে কাঁদে কেউ তো আবার মুছে নিজের চোখ, মায়ের হাতের পায় না পায়েস ঈদ সকালের সেমাই, কইতে না পায় অবুঝ খোকা আনিয়া মোরে দে মাই, মায়ের হাতের রান্না কেবল রান্না তো নয় ভাই, মায়ের সকল মমতা যে ওই পায়েসে পাই, দেশের লাগি দেশান্তরি সান্ত্বনা স্রেফ একি, সুখে আছি বলে সবাই সত্যি এসব মেকি, মনটা যদি লাশ হয়ে যায় শরীরটা হয় মোটা, ওই জীবনে হয় কি বলো সুখের গোলাপ ফোটা? তবুও ওরা ভালো আছে সবাই ভালো বলে, কারণ নিজের ঘামের লাগি অনেক পরান চলে, দেয়ার মাঝে সুখটা যে পায় ফিলিংসটা হয় নাইস, সব প্রবাসীর মন হয়ে যায় ফ্রিজের ওই আইস।
আসলে প্রবাসীদের ঈদ বলতে কোন কিছুই নেই, প্রবাসে ঈদ মানে ফ্যামিলির সবাইকে ছেড়ে রাতের অন্ধকারে বালিশে মুখ গুঁজে একা একা কান্না করা, ঈদের দিনে ফ্যামিলিকে খুশি দেখার জন্য ভাল থাকার অভিনয় করা, প্রবাসীদের কাছে ঈদ মানে হয়ত দুইদিন ইচ্ছে মত ঘুম, আবার কারো কারো তো ঈদের দিন ডিউটি, হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা, এটাই প্রবাসীদের ঈদ ।
EmoticonEmoticon