লাগ ভেলকি
লাগ ভেলকি
লাগ ভেলকি লাগ
ভানুমতি প্রধানমন্ত্রী
মনে লাগে তাক।
নির্বাচন
একা একাই
গণতন্ত্র ছার
জবাবদিহি? থোরাই কেয়ার
দেশটা তাঁর বাবার।
প্রতিমন্ত্রী
উপমন্ত্রী
অতিমন্ত্রীর ঢল
ভানুমতির মন্ত্রীসভায়
ফেরেস্তারই দল।
তিনি খুবই
গদিভক্ত
ভারতমাতার ফ্যান
খাসচেতনায় বিক্রি করেন
জয়বাংলার ঠ্যাং।
ধূর্ত বাটপার
ভন্ডসকল
ছুটছে তার পিছে
সবাই বলে তিনিই নেতা
আর সবই মিছে।
জানের ভয়ে
প্রসাদ লোভে
পুজার আসর বসে
ভোগ পেয়ে ভানুমতি
মুচকি মুচকি হাসে।
দেশ চলবে
শরিয়তে
বলেন তিনি রোজ
নারী নেতা হারাম আছে
কে নেবে তার খোঁজ?
প্রার্থনালয়
ধর্ষণালয়
ধর্ষণ মহামারী
নারী উন্নয়ন শুধুই
কথার ফুলঝুরি।
সংখ্যালঘু
আদিবাসী
কাঁপছে মহাত্রাসে
সংবিধানে রাষ্ট্রধর্ম
দাঁত কেলিয়ে হাসে।
হেফাজতের
তেঁতুল হয়ে
লিঙ্গসেবা সোজা
কে যে পাকি কে যে বাংলা
কঠিন খুবই বুঝা।
ব্যাংক চুরি
কয়লা চুরি
চুরি গণতন্ত্র
চুরিই যেন উন্নয়ন
আজব রাষ্ট্রযন্ত্র।
লোভ বাড়ছে
হিংসা বাড়ছে
মরছে হাজার মানুষ
ধর্মজীবি রাজনীতি
উড়ায় কথার ফানুস।
গরীব আরও
গরীব হচ্ছে
ধনী হচ্ছে ধনী
জন্ম নিয়েই প্রতিশিশু
লক্ষ টাকা ঋণী।
দেশবাসী
কাঁপছে দেখ
ভানুমতি জ্বরে
সরল মানুষ ধোকা খেয়ে
ইয়ানফসি পড়ে।
এক বেহায়া
কারাগারে
আর বেহায়া কোলে
তিনি কি বিশ্ববেহায়া?
নিন্দুকেরা বলে।
বোকা সকল
আশায় থাকে
বিবেকবোধ জাগবে
ভালবাসার মন্ত্রটাকেই
মাথার উপর রাখবে।
সময় নিয়ে
পড়েছো ছড়া
শতেক প্রণাম নিও
এমন নেত্রীর দেখা পেলে
কমেন্টে জানিও ।
EmoticonEmoticon