বাসদের একজন আন্তরিক শ্রমিক-নেতার ফেইসবুকে নীচের ছবিটি প্রাকশিত হয়েছে। ছবির পৌষ্টারে লেখা রয়েছেঃ
"নির্যাতক ধর্ষকদের আশ্রয়দাতাদের দল থেকে বহিষ্কার কর
[-] বাসদ"
[-] বাসদ"
উপরের কথাগুলো পড়ে আমি প্রথমেই তার পুরো মর্ম বুঝতে পারিনি। তড়িৎ নিজেকেই নিজে প্রশ্ন করলামঃ কোন্ দল থেকে নির্যতক ও ধর্ষকদের আশ্রয়দাতাদের বহিষ্কারের দাবী করছে বাসদ?
বাসদের পৌষ্টারে যদি লিখা থাকতো 'সারা দেশে দলের শক্তিবৃদ্ধি করো', আমি বুঝতাম তারা নিজ দলের কথাই বলছে। কিন্তু ছবিতে ধৃত স্লৌগানের কথাগুলো নিশ্চয় বাসদ নিজ দল সম্পর্কে বলেনি, তা আমি 'কমন সেন্স' দিয়ে বুঝি।
সুতরাং, নিশ্চিত ধারণা করি, বাসদের পৌষ্টারে লিখিত "নির্যাতক ধর্ষকদের আশ্রয়দাতাদের দল থেকে বহিষ্কার কর" দাবীটি বাসদ নিজের সম্পর্কে নয়, বরং শাসক দল আওয়ামী লীগ সম্পর্কে করেছে এবং তা আওয়ামী লীগেরই কাছে।
আমার উল্লিখিত ধারণা যদি সঠিক হয়, বাসদ কি বস্তুতঃ আওয়ামী লীগকে শুদ্ধ করার আন্দোলন করছে না? বাসদ কেনো আওয়ামী লীগকে শুদ্ধ করতে চাইবে? বাসদের-তো আওয়ামী লীগকে প্রতিস্থাপনের স্লৌগান দেওয়ার কথা!
নিজেদের দাবী অনুসারে বাসদ হচ্ছে বাংলাদেশের একমাত্র সঠিক ও খাঁটি মার্ক্সবাদী বিপ্লবী দল। এহেন বিপ্লবী দল বাসদের-তো স্লৌগান হওয়ার কথা ছিলো জনগণের রাজনৈতিক সমর্থনের পরিমণ্ডল থেকে আওয়ামী লীগকে বহিষ্কার করার! আওয়ামী লীগ থেকে খারাপ লোকদের বহিষ্কার করে দলটিকে শুদ্ধ করার দায়িত্ব বাসদ নেবে কেনো?
বাসদের উচিত ছিলো আওয়ামী লীগকে সরকার থেকে বহিষ্কারের স্লৌগান দেওয়া, এবং নির্যাতক, ধর্ষক ও তাদের আশ্রয়দাতাদেরকে বিচারের সম্মুখীন করার দাবী করা। আওয়ামী লীগ থেকে এদেরকে বহিষ্কার করা না-করা বাসদের কনসার্ণ হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে আওয়ামী লীগকে শুদ্ধ করা বাসদের রাজনৈতিক কর্তব্যবোধের বিষয় বলেই প্রতিভাত হচ্ছে!
আসলে, বাসদের এই স্লৌগানের মধ্যে দিয়ে তাদেরে এই বিশ্বাসই প্রকাশিত হয়েছে যে, আওয়ামী লীগের মধ্যে কিছু খারাপ লোক আছে, যারা নির্যাতক ও ধর্ষকদের আশ্রয় দিচ্ছে, এবং দলটির নেতৃত্বের উচিত তাদেরকে দল থেকে বহিষ্কার করা। আর, যেহেতু আওয়ামী লীগ থেকে কাউকে বহিষ্কার করার অধিকার ও ক্ষমতা একমাত্র দলটি শীর্ষ নেতৃত্বের হাতেই আছে, বুঝতে হবে, সেই নেতৃত্বের ওপর বাসদের আস্থা আছে।
আওয়ামী লীগের ওপর এই-যে আস্থা বাসদের এবং বিএনপির ওপর প্রাক্তন চীনপন্থী বিপ্লবীদের, সেটিই তাদের ওপর জনগণের আস্থা না থাকার কারণ বটে!
EmoticonEmoticon