বুধবার, ৮ আগস্ট, ২০১৮

সোহেল তাজের স্বৈরতন্ত্রের তত্ত্বঃ ভূতের পুতের মুখে রাম নাম!

বাংলাদেশের প্রাক্তন আওয়ামী মন্ত্রীর ঘরের আওয়ামী মন্ত্রী জনাব সোহেল তাজ বাঙালী জাতিকে স্বৈরতন্ত্রের বৈশিষ্ট্য শেখাতে ফেইসবুকে একটি পৌষ্ট দিয়েছেন, যার শুরুর অনুচ্ছেদটি নিম্নরূপঃ

"বঙ্গবন্ধু এবং তাজউদ্দীন আহমদ এর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ তার জন্ম লগ্ন থেকে গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে স্বৈরাচারী বিরোধী আন্দোলন করেছে এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এনেছে এই দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য I পরবর্তীতে একই ধারায় আওয়ামীলীগ জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে I"

পৌষ্টি আমি দু'বার পড়েছি। পড়ে আমার মনে হয়েছে, তার পৌষ্টের শুরুর কথাগুলোর মধ্যে সত্য গোপনের কৌশল আছে, সত্য ইতিহাসের অস্বীকৃতি আছে, তারপর তার বাকী কথা অর্থহীন। তাই, তার প্রতিবাদে আমি নীচে তিন বিন্দু তুলে ধরছি।

প্রথমতঃ আওয়ামী লীগের ইতিহাস বলতে গিয়ে যদি কেউ দলটির প্রথম সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম গোপন রাখেন, সে নিশ্চিত মিথ্যাবাদী। আওয়ামী লীগের গড়ার ইতিহাস বলতে গিয়ে সোহেল তাজ সত্য গোপন করেছেন।

দ্বিতীয়তঃ সোহেল তাজ কথিত 'বঙ্গবন্ধু' স্বয়ং নিজ হাতে আওয়ামী লীগ বিলুপ্ত করে বাকশাল গঠন করেন; আর সেই বাকশাল ছিলো বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বৈরশাসন ব্যবস্থা। সোহেল তাজ ইতিহাসের এই অংশটুকু সচেতনভাবে চেপে গিয়েছেন।

তৃতীয়তঃ যে-নেতৃত্ব বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার হরণ করে সেখানে ইতিহাসের জঘন্যতম স্বৈরাশাসন কায়েম করেছিলো, সেই ইতিহাস গোপন করে কীভাবে এই সোহেল তাজ সেই নেতৃত্বকে "দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার" কৃতিত্ব দেন? এটি হচ্ছে রাতকে দিন বলে লোক ভোলানোর ঠকবাজি।

কথায় বলে ভূতের মুখের রাম নাম। কিন্তু, এখন দেখছি ভূতের পুতের মুখে রাম নাম! একেই কি বলে কলিকাল?


EmoticonEmoticon