রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

প্যাস্কালের জুয়া এবং তারপর

দর্শনশাস্ত্র সত্য আবিষ্কারের জন্য কাজ করে অপরপক্ষে ধর্মতত্ত্বের কাজ বিশেষ কোন বিশ্বাসমালাকে রক্ষা করা।
প্যাস্কালও একজন ধর্মতাত্ত্বিক এবং তিনি বিশ্বাসের প্রয়োজনে মানুষের জন্য এক অদ্ভুত জুয়া খেলার প্রসঙ্গ অবতারণা করেছিলেন।
ঈশ্বর বা ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে তিনি মানুষকে জুয়া খেলতে বা বাজী ধরার পরামর্শ দেন।
প্যাস্কাল মনে করেন আমরা ধর্মীয় বিশ্বাসকে পরিহার করতে পারি না অথবা তা থেকে পলায়ন করতে পারি না। দুটো জিনিসের একটা বিশ্বাস করতে হবে ; ধর্মবিশ্বাসগুলো হয় সত্য, অথবা মিথ্যা। আর সেগুলোর সত্যতা ও মিথ্যাত্ব যুক্তির সাহায্যে প্রমাণের উপযোগী নয়। ধর্ম বিশ্বাসের সত্যাসত্য একটা অদৃষ্ট বা সম্ভাবনার বিষয়। তার ভাষায়,   but you must wager. It is not optional. অর্থাৎ, তোমাকে অবশ্যই জুয়া খেলতে হবে। এটি কোন ঐচ্ছিক খেলা নয়।
প্যাস্কাল মত দেন, মানুষ যদি ভোট দেয় ঈশ্বরের কোন অস্তিত্ব নেই, তবে দুটি সম্ভাবনা দেখা দেবে। ভোট সত্যি হলে, কোনো কথা নেই। কিন্তু যদি মিথ্যা হয়, তবে অবিশ্বাস করার জন্য নির্ধারিত শাস্তি পেতে হবে।        ঈশ্বরের অস্তিত্ব থাকলে, অবিশ্বাস করে তুমি শাস্তি পেতে পারো, আর বিশ্বাস করে পেতে পারো পুরস্কার। সুতরাং ঈশ্বর আছেন, এটা মেনে নেয়ায় ক্ষতি নেই কিন্তু লাভের সম্ভাবনা আছে।
প্যাস্কাল বলেন, Let us weigh the gain and loss in wagering that God is, Let us estimate these two chances. If you gain, you gain all ; if you lose, you lose nothing. Wager, then, without hesitation that He is.  অর্থাৎ, চল আমরা ঈশ্বর আছেন এই লাভ ক্ষতির পাল্লা ঠিক করি। চল, এ দুটির সম্ভাবনার মূল্য নিরূপণ করি। মোটামুটি হিসেব থেকে বুঝা যায়, যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি সব পেয়ে গেলে। আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে কিছুই খোয়াতে হবে না। কাজেই, বিনাদ্বিধায় ঈশ্বর আছেন এই বাজী ধরো।
কিন্তু বিশ্বাসী হতে হলে আমাকে কী করতে হবে? প্যাস্কাল প্রস্তাব দিলেন, বিশ্বাসীদের কাছ থেকে শিক্ষা নাও। তারা যেভাবে শুরু করেছে তুমিও সেভাবেই শুরু কর। পবিত্র পানি নিতে হবে? তাই নাও। এরূপ করতে করতে তোমার বুদ্ধি ও যুক্তি ভোঁতা, নিস্তেজ ও অকার্যকর হয়ে পড়বে, আর এভাবেই তুমি হয়ে ওঠবে বিশ্বাসী।
সেন্ট টমাস একুইনাসও সরাসরি বলেছেন, We believe in revelation because the reward of eternal life is promised us for so doing. অর্থাৎ, আমরা প্রত্যাদেশ বিশ্বাস করি কারণ তার জন্য পুরস্কার হিসেবে অনন্ত জীবন প্রদানের অঙ্গীকার করা হয়েছে।
সেন্ট ইগনাটিয়াস আরো এককাঠি সরেস, তিনি বলেছেন, If it (church) declared that something which to our eyes appears white is black - confess that it is black. অর্থাৎ, আমরা সাদা দেখলেও, গির্জা যদি বলে এটা কালো, তবে আমাদের স্বীকার করতে হবে অবশ্যই তা কালো।
প্যাস্কাল অবশ্য বলেছেন, যুক্তি বহির্ভূত কিছু মানা মন্দ, তবে তা নরকের আগুনের চেয়ে কম মন্দ।

হা হা হা!
ধর্মতাত্ত্বিকরা শুধু যে যুক্তির বিরুদ্ধে ফণা তুলেছেন তাই নয়, ভ্রান্ত ব্যাখ্যা ও জালিয়াতিরও আশ্রয় গ্রহণ করেছেন। বুদ্ধির সততাকেও তারা বলি দিতে এতটুকু কুন্ঠিত নন।
এই সব ধর্মতাত্ত্বিক সততার প্রশ্নের মিমাংসা না করে মানুষকে আদর্শহীন লোভী এবং নির্বোধ জন্তু বানানোর নিরন্তর চেষ্টা করেছেন। প্যাস্কালের পরামর্শ মেনে নিলে মানুষকে মেনে নিতে হবে ঈশ্বর এক বেদনাদায়ক বীভৎস ইতর, বুদ্ধির অসততা দোষের কিছু নয়, চিন্তার অসঙ্গতিতে কিছু আসে যায় না। বিশ্বাস মিথ্যার উপর প্রতিষ্ঠিত হলেও তা ঈশ্বর এবং ধার্মিকদের কাছে সমান আদরের।

হয়তো হতাশাই সত্য।
তবুও
অন্ধকার নয়
চাই আলো।
চাই সত্যকে আবিষ্কার করার সাহস।
সত্যাসত্য এড়িয়ে লাভের হিসেব নয়
চাই বুদ্ধির সততা।
মানুষ চিন্তা করতে পারে বলেই সে মানুষ।

হ্যাঁ, বাজী তো একটা ধরতেই হবে।
আলো আর অন্ধকারের যুদ্ধে,আমরা সহজ সত্যের  মানুষেরা বাজী ধরেছি আলোর পক্ষে। যদি জয়ী হই, সব পাব। যদি হেরে যাই? যদি ব্যর্থ হই? অনন্ত মহাকাল জানবে, মানুষ ভন্ড ছিলো না।
মানুষ ব্যর্থ হলেও, তার মহৎ উদ্দেশ্যের শুভ্রতা তাকে গৌরবান্বিত করবে, অনন্তকাল।
বাজি ধরলাম
যুক্তি ও শুভবোধের আলো জয়ী হবেই
মানুষের উচ্চতা আকাশ সমান।


EmoticonEmoticon