শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬

ফিরে আসবে আইনস্টান এবং জিলার্ড এর ফ্রিজ

অ্যালবার্ট আইনস্টাইন এবং আরেক সুইডিশ বিজ্ঞানী লিও জিলার্ড (Leó Szilárd) মিলে বানিয়েছিলেন এক রেফ্রিজারেটর। এটার বৈশিষ্ট্য ছিলো, এটা বর্তমানে ব্যবহৃত বাসাবাড়ির রেফ্রিজারেটরের চেয়ে অনেক বেশি পরিবেশ বান্ধব। এই রেফ্রিজারেটরের ছিলো না কোনো বিদ্যুতের প্রয়োজন। আধুনিক রেফ্রিজারেটরের মতো ফ্রেয়নও ব্যবহার করার দরকার পড়ে না এটার। এই রেফ্রিজারেটর একটা ধারণার উপরে ভিত্তি করেই কাজ করতো। পদার্থবিজ্ঞানের একটা ধারণা। সেটা হলো - কম চাপে থাকলে পানি কম তাপমাত্রাতেই ফুটতে শুরু করে (পাহাড়ের উপরে পানি কম তাপমাত্রায় ফুটে, সমুদ্রের লেভেলে থাকলে বেশি তাপমাত্রার প্রয়োজন হয়)।
.
১৯৩০ সালের ১১ নভেম্বর আইনস্টাইন এবং জিলার্ড এই রেফ্রিজারেটরের জন্যে পেটেন্ট লাভ করেছিলেন। পেটেন্ট নম্বর ছিলো US1781541. বেশ কিছু রেফ্রিজারেটর তৈরি করা হয়েছিলো এই ডিজাইনের উপরে ভিত্তি করে। পরে আরো উন্নতমানের কম্প্রেসার বাজারে চলে আসায় এই ডিজাইনের রেফ্রিজারেটর উৎপাদন থেমে যায়। কিন্তু তাতে বেড়ে যায় ফ্রেয়নের মতো পরিবেশের ক্ষতিকারক উপাদানের ব্যবহার।
.
বর্তমানে আবারও আইনস্টাইন-জিলার্ডের করা ডিজাইনের এই রেফ্রিজারেটরটাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বেশ গবেষণা চলছে এ নিয়ে। ২০১৬ সালেই 'উইল ব্রডওয়ে' নামক এক ব্যক্তি আইনস্টাইনের প্রযুক্তির উপরে ভিত্তি করে ভ্যাকসিন কুলার বানিয়ে 'জেমস ডাইসন পুরষ্কার' পেয়েছিলেন।
.
কে জানতো আইনস্টাইনের ঝুলিতে এতো ম্যাজিক ছিলো? উনার পদার্থবিজ্ঞানের সূত্রের সাথে সাথে বাসাবাড়ির একটা ফার্নিচারের করে যাওয়া ডিজাইনও এই ১০০ বছর পরে "এখনো কাজের" বলে বিবেচিত হবে!? (সংগ্রহিত: বিজ্ঞানের যাত্রা থেকে)


 তথ্য সুত্র-
http://phys.org/news/2008-09-einstein-green-refrigerator-comeback.html


EmoticonEmoticon