বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

তুরস্কঃ মাওবাদীসহ অন্যান্য বিপ্লবীদের যৌথ সংগঠন ‘HBDH’ ১১ দাঙ্গা পুলিশকে খতম করেছে

তুরস্কে মাওবাদীসহ অন্যান্য বিপ্লবীদের সংগঠন যৌথ ‘HBDH’ এর যৌথ কমান্ড এক বিবৃতিতে ১১ দাঙ্গা পুলিশকে খতম করার দায়িত্ব স্বীকার করেছে।

গত ১৯শে জুলাই সকাল ৮.৩০ মিনিটের দিকে মাওবাদীসহ অন্যান্য বিপ্লবীদের যৌথ সংগঠন ‘পিপলস ইউনাইটেড রেভ্যুলিউশনারি মুভমেন্ট’-(HBDH) এর গেরিলারা মাক্কা জেলার ত্রাবজানে দাঙ্গা পুলিশের ১৫জনের একটি দলকে লক্ষ্য করে আক্রমণ চালায়, এতে ১১জন পুলিশ খতম ও অন্যান্যরা আহত হয়।   একই সময়ে, পুলিশ অধিদপ্তরের ভবনে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আঘাত হানে গেরিলারা।

এই আক্রমণের বিষয়ে HBDH যৌথ কমান্ড বলেন, ১৪ই জুলাইয়ে প্রতিরোধ যুদ্ধে নিহত শহীদের স্মরণে এবং সুরুক গণহত্যার বার্ষিকী উপলক্ষে গেরিলারা এই আক্রমণ চালায়।  বিবৃতিতে আরো বলা হয়, এই আক্রমণের সময় ফ্যাসিবাদী লোকজন স্থানীয় কুর্দি জনগণের উপর হামলা চালায়।

এ ছাড়াও গত ১৪ ও ১৫ই জুলাই HBDH গেরিলারা দারসিম ও হাতায়’তে মোবাইল টাওয়ার তুর্কসেল, ভোডাফোন ও একটি রেডিও টাওয়ার ধ্বংস করে দেয়।

 


EmoticonEmoticon