রবিবার, ২৩ জুলাই, ২০১৭

ভাঙ্গনেও কিছু হল ?

একাত্তরে পাকিস্তান ভেঙে বাঙলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল মূলত জনগণের প্রতি শাসক শ্রেণীর শোষন/অত্যাচারের জন্য। আজ বাঙলাদেশ নামক রাষ্ট্রের পার্বত্য চট্রগ্রাম নামক অঞ্চলের পাহাড়ি/আদিবাসীদের সাথে বর্তমান বাঙালি শাসকদের আচরণ কেমন? একাত্তরে পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে যা করেছিল, আজ আমাদের দেশের সরকার পার্বত্য চট্রগ্রামবাসীদের সাথে ঠিক তাই করছে। সেটেলার পূর্ণবাসনের নামে পার্বত্য চট্রগ্রামবাসীদের শান্তি আজীবনের জন্য  হরণ করা হয়েছে। আজ সেনাবাহিনী/পুলিশ/বিজিবি যেকোন উছিলায় তল্লাশির নামে ঘরে ঢুকে আদিবাসী তরুণীদের ধর্ষণ করে/খুন করে। যেকোন কিছুর জন্য সেটেলাররা যখন আদিবাসীদের সাথে সংঘাতে জড়িত হয় আইনশৃঙ্খলা/প্রতিরক্ষা বাহিনী তখন সংঘাত নিরসন না করে উল্টো সেটেলারদের পক্ষ নিয়ে আদিবাসীদের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়। মামলা/হামলার সমস্ত দায়  আদিবাসীদের উপর চাঁপানো হয়! আদিবাসীদের সম্পদ দখল করা হয়/ভিটেবাড়ী উচ্ছেদ করা হয়। পাকিস্তান আমলের কাপ্তাই লেকের কারনে লক্ষ লক্ষ আদিবাসী উদ্বাস্তু/ভিটেমাটি ছাড়া হয়েছিল! সেই ধারা কিন্তু আজো অব্যাহত আছে, আজ পর্যটনের নামে আদিবাসীদের উচ্ছেদ করা হয়। নীলগিরি/সাজেক প্রভৃতি পর্যটন স্পটের সৌন্দর্য্যে কত আদিবাসীর  রক্ত আর কান্না মিশে আছে তার খবর কে রাখে? মোটকথা, একাত্তরে  আমাদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের আচরণ আর বর্তমানে আদিবাসীদের সাথে সরকার/প্রশাসনের আচরণে কোন প্রভেদ নেই। তো কথা হল, অন্যায়/অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে আমরা যদি স্বাধীন হতে পারি! তাহলে ওরা কেন নয়?


EmoticonEmoticon