সোমবার, ২৪ জুলাই, ২০১৭

ছিদ্দিকের চোখ !

ছি!গণতন্ত্র। ছি!

আর কত শিক্ষার্থীর জীবন-
দু:স্বপ্নে ভাসাবি?

ছি!গণতন্ত্র। ছি! 
মিছিল,মিটিং করার অধিকার-
তুই কি দিছিলি?

ছি!গণতন্ত্র।ছি!
শিক্ষাকে ধ্বংস করে সার্টিফিকেট -
গলায় কি ঝুলাবি?

ছি!গণতন্ত্র। ছি!
আশির্বাদের দক্ষিণা খাতায় আজ-
ছিদ্দিকের চোখই নিলি।
ছি!গণতন্ত্র।ছি!


EmoticonEmoticon