মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭

দিক নিশানা ।

থামান সব লিখনি

বন্ধ করুণ ভাবনাহীন আর্তনাদ

চোখে কি পড়েনি

চারদিকে আজ জনতার অশ্রুপাত নির্লজ্জ বেহায়া

অসির ভয়ে মসি স্তম্ভিত,কম্পিত, লুটায়ে ধূলিসাৎ

দায়িত্বহীন কেন তুমি

আত্মলোলুপ স্বার্থপরতার নিবে অভিশাপ ব্যর্থতায় ভরা-

চেয়ে দেখ্ লিখনি
এখনো দাঁড়িয়ে নির্ঘুম রাত

থামা এবার বকবকানি
ধর্ষিতা মায়ের নিয়েছি আশির্বাদ 

পারলে ঠেকা

বুঝতে কি পারনি 

বক্ষস্থলে রাখ্ দুই হাত চিন্তায় হও সন্ধানি
অধিকার হননের ব্যাপক লুটপাট

দেখবি তোরা
মিথ্যে প্রেমের কেলানো দাঁত বন্ধ কেন করনি
আজ খোল মুক্তির পাত

বিজয়ী সর্বহারা

আর নয় দেরি
চলুক তবে লিখনিতে প্রতিবাদ লাল পতাকা তলে

মসিও পারে অসিকে কুপোকাত

লিখে দেখা ।


EmoticonEmoticon