সোমবার, ৭ আগস্ট, ২০১৭

একদিন এ দেশেরই লোকে!!

মরব বলে কি শুধু বাঁচি
কেন যে একাই পড়ে আছি?
যদি বা কখনো ঝুলি গাছে
কাউকেই ডাকব না কাছে ।

কী কবর আর কী বা চিতা
কী কোরান বাইবেল গীতা!
মওলানা পুরুত টিচার
মরে গেলে কীসের বিচার?

বৃদ্ধিমান উর্দিপরা যম
মানুষই যে সবচেয়ে কম।
জীবন তো একবারই মরে
যম দেখে কেন যাব সরে?

খাদ্য যে এত বেশি দামি
এত টাকা কোথা পাই আমি?
ওষুধ কি জীবন বাঁচায়
টাকা নেই ওষুধই কে খায়?

তুই ডাকু তুইই তো চোর
ব্যাঙ্ক তোর রাষ্ট্রও যে তোর।
দেশ নামে মানুষের যদি
তোদেরই দখলে বন নদী।

তুইই পোড়া সুন্দরবন
তোর হাতে কেন্দ্রীভূত ধন।
একদিন এ দেশেরই লোকে
নেবেই নেবে দেখে তোকে ।


EmoticonEmoticon