মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

প্রেক্ষাপট বাংলাদেশ...

কেউ কথা রাখেনি-
কেউ কথা রাখেনি।
ছিচল্লিশ বছর কাটলো,
কেউ কথা রাখেনি।
ছেলেবেলা এক জনক স্বাধীনতা এনে দিয়ে বলেছিল,
"এ দেশকে আমি সোনার বাংলা করে গড়ে তুলবো।"
তারপর একে একে কতো নেতা-নেত্রী এসে চলে গেলো,
কিন্তু সে-ই জনক আর এলো না।
বিয়াল্লিশ বছর প্রতীক্ষায় আছি!
সেনাবাহিনীর এক জেনারেল
পালা বদলের পর ক্ষমতায় এসে বলেছিল,
"খাল কাটো, দেশবাসী।
তোমাদেরকে আমি সবুজ বিপ্লব এনে দিবো।"
সেনাপতি, আমি আর কতো খাল কাটবো?
খাল কাটতে কাটতে বঙ্গোপসাগরে পড়লে তারপর কি আমাকে সবুজ বিপ্লব এনে দিবে?
একটাও মেয়ের ভালোবাসা পাইনি কখনো।
দেখিয়ে দেখিয়ে তিন তিনটা বিয়ে করেছে আরেক সেনা শাসক।
দূর থেকে দাঁড়িয়ে দেখেছি,
ভেতরে জলসা মহল।
উচ্চ পদস্থ আমলা আর সুন্দরী রমনীরা
কতো রকম আনন্দে হেসেছে।
আমার সিরিয়াল নাম্বারই আসেনি কোনদিন!
বেকার বন্ধু কাঁধে হাত রেখে বলেছিল,
দেখিস, একদিন আমরাও...
বন্ধুটা এখনো বেকার।
দেখা হয়নি তাঁর কিছুই—
সেই জলসা মহল, সুন্দরী বধূ, একটা চাকরী...
কেউ তাকে এনে দিবে না।
বুকের মধ্যে উর্বর মাটি রেখে একদিন বাংলাদেশ বলেছিল,
"যেদিন আমাকে সত্যিকার ভালোবাসবে,
সেদিন আমার বুকেও এমনি অনেক সোনা ফলবে।"
ভালোবাসার জন্য আমি নিজের হাতে অস্ত্র নিয়েছি,
হিংস্র পাক সেনাদের করেছি পদানত,
সমগ্র বাংলাদেশ তন্ন তন্ন করে এনে দিয়েছি ত্রিশ লক্ষ জীবন,
তবু কথা রাখেনি বাংলাদেশ।
তার দেহে এখন রাজাকার বংশের নোংরা পরশ।
এখন সে 'কাউয়া'দের হাতে জিম্মি
কেবলই একখানি জমি।
কেউ কথা রাখেনি।
ছিচল্লিশ বছর কাটলো,
কেউ কথা রাখে না..


EmoticonEmoticon