সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ত্রাণ কার্যক্রমে ত্রাণ ও স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করুন
হাওড় প্লাবিত হওয়া এবং পাহাড় ধ্বসের বিপর্যয় কাটিয়ে উঠতে না উঠতেই সারা দেশের মানুষ পতিত হয়েছে আরেক মহাদুর্যোগে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিনাজপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম-রংপুর-সুনামগঞ্জ-নেত্রকোণা সহ প্রায় ২০টি জেলা এরই মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে প্লাবিত হবে মধ্যাঞ্চলের জেলাসমূহ এমনকি রাজধানীর নি¤œাঞ্চলও। এরই মধ্যে ২৬ জন মৃত্যুবরণ করেছে, কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। পাচঁটি জেলায় সড়ক যোগাযোগ বন্ধ, পাচঁ জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে। সৈয়দপুর বিমানবন্দরে পানি ঢুকে পড়েছে। উত্তরাঞ্চলের ২৩টি স্থানে বাঁধ ভেঙ্গে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। অন্তত ১৮ টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রক্ষ্মপুত্র-গঙ্গা-তিস্তা ও যমুনার পানি স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকারে বেড়েছে। ২০০ বছরের বেশি সময়ের ইতিহাসে ব্রক্ষ্মপুত্রের অববাহিকার উজানে বন্যার মাত্রা সবচেয়ে ভয়াবহ হতে পারে, যমুনা নদীতে পানির উচ্চতা শত বছরের রেকর্ড ভঙ্গ করেছে। প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে, টন টন মাছ পানিতে ভেসে গেছে। চীন, ভারত, ভূটান ও নেপাল যে মাত্রায় বন্যার মুখে পড়েছে তার প্রভাব খুব শীগগিরই বাংলাদেশে পড়বে এবং ভাটির দেশ হিসেবে এই পানি বাংলাদেশ দিয়েই নামবে ফলে পরিস্থিতি আরও নাজুক অবস্থায় যাবে। দুটি আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের বন্যা সংক্রান্ত পূর্বাভাস বলছে ১৯ আগস্টের মধ্যে উজানের বৃষ্টির পানি বাংলাদেশে প্রবেশ করবে। এই সংস্থা দুটির বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়ানক ১৯৮৮ সালের বন্যাকেও এই বন্যা ছাপিয়ে যেতে পারে।
আগষ্টের মাঝামাঝি এই বন্যার পূর্বভাস থাকলেও শাসকদের পক্ষ থেকে কোন প্রকার পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি। পত্র পত্রিকার মাধ্যমে যতটুকু ত্রাণ তৎপরতার খবর আমরা পাচ্ছি তাও নামমাত্র। এই বন্যাদুর্গত গৃহহীন মানুষ এখন নানাবিধ সংকটে জর্জরিত। তবে এই মুহুর্তে সবচেয়ে বড় সংকট খাবার এবং পানীয় জল। আমরা এর আগেও দেখেছি এদেশের মানুষ তাদের নিজেদের শক্তিতে এধরণের সংকট মোকাবেলা করেছে। তাই আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি বন্যা দুর্গত এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে যতটুকু সম্ভব ত্রাণ দিয়ে এই মানুষদের দু মুঠো অন্নের সংস্থান করতে সহযোগিতা করুন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ত্রাণ ক্যাম্প পরিচলনা করবে সেখানে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আসুন সহযোগিতার হাত বাড়াই, আমাদের মিলিত উদ্যোগই রক্ষা করতে পারে বন্যাদুর্গত লক্ষ মানুষকে ।
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ান

Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon