প্রেমের বায়োলজিক্যাল ভিত্তি হচ্ছে সেক্স, যা ছাড়া মানব সভ্যতা কল্পনা করা যায় না। মানুষের স্বর্গীয় ক্রিয়েশন থিওরী একটি পবিত্র রূপকথা। ইভোলিউশনই তত্ত্বই আপেক্ষিকভাবে বৈজ্ঞানিক, যেখানে সেক্সের ভূমিকা বস্তুনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ।
জৈবিক ভিত্তি থেকে সেক্স যে ড্রাইভ তৈরি করে, তা একটি কনষ্ট্রাক্টিভ মৌটিভেশনের পর্যায়ে উন্নীত হলে, তা প্রেমে পরিণত হয়। এখানে ড্রাইভ ও মৌটিভেশনের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
ড্রাইভ হচ্ছে শারীরিবৃত্তীয় পুনরাবৃত্তিক অনুভূতি, যা পরিতৃপ্ত হওয়ার পর একটি সময় পর্যন্ত সুপ্তিতে চলে যায়। আর, মৌটিভেশন হচ্ছে সদাজাগ্রত বোধানুভূতি, যার চূড়ান্ত তৃপ্তি নেই ও সুপ্তি নেই।
আমি বলছি, সেক্স হচ্ছে একটি ড্রাইভ, আর প্রেম হচ্ছে একটি মৌটিভেশন। আরও বলছি, এই দুয়ের মধ্যে সম্পর্ক থাকা ও রাখাটাই হচ্ছে মানবিক।
সেক্স ছাড়া প্রেম হয় কি? আর, প্রেম ছাড়া সেক্স? প্রেমের সাথে সেক্সের বিচ্ছদ হচ্ছে ডিসেষ্টারাস! আমার কাছে মনে হয়, প্রেমহীন সেক্স হচ্ছে এক ধরণের এক্সপ্লয়টেশন; আর সেক্সহীন প্রেম হচ্ছে এক ধরণের ডেপ্রাইভেশন।
আমি জানি, বুদ্ধিবৃত্তিক বিষয়াদিকে আমি মূল থেকে মৌলিকভাবে বুঝার ও বুঝাবার চেষ্টা করি, যা সাধারণতঃ প্রতিষ্ঠিত ও প্রচলিত প্রকারের নয়। আমি জানি না, আমার বিশ্লেষণ ও সংশ্লেষণ অন্যের কাছে অর্থপূর্ণ মনে হয় কিনা।
২৬/০৮/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড
EmoticonEmoticon