বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

রোহিঙ্গা নামের বাঙালীদেরকে বাংলায় পুনর্শিক্ষিত করুন !

বাংলাদেশের রাষ্ট্রীয় পরিধিতে রোহিঙ্গা নামের যেসব বাঙালী বার্মা থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নিয়েছে, তাদেরকে বাংলাভাষায় পুনর্শিক্ষিত করে তুলুন। এ-বিষয়ে চট্টগ্রামের প্রশাসন ও জনগণকে উদ্যোগ নিতে হবে।

একসময় আরাকানে তাদের ছিলো সর্বকবি মগন ঠাকুর, দৌলত কাজী, আলাউল, প্রমুখ। তাদেরকে সেগুলো জানান ও পড়ান এবং তার সাথে পড়তে দিন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনান্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রাহমান-সহ বাংলার আধুনিক কাব্যসম্পদ।

এদেরকে আরও পড়তে দিন ১৪৩০ সালে বাঙ্গালার আরাকান বিজয়ের পর সেখানে বাঙালী উপনিবেশ গঠিত হওয়ার ইতিহাস। অবশ্য, এই ইতিহাস বাংলাদেশের প্রতিটি স্কুলগামী ছেলেমেয়ের পড়া উচিত ও জানা উচিত। তারা জানে কি?

চট্ট্রগ্রামের তরুণ-তরুণীরা যদি রোহিঙ্গা নামের বাঙালীদেরকে প্রমিত বাংলাভাষা, বাংলা সাহিত্য ও বাংলার ইতিহাস শেখাতে আত্মনিয়োগ করে, বাঙালীত্বের একটি নবজাগরণ শুরু হবে। আর, তা হলে এটি সারা বাংলাদেশ ও সমগ্র বাঙালী জাতিকে আলোকিত ও উজ্জীবিত করবে। বাঙালী জাতিকে উজ্জীবিত করার ক্ষেত্রে চট্টগ্রামের ভূমিকা আজকের নয়, বরং যুগ-যুগের!

০১/০৯/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon