বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

বাকশালী দৈত্যের কারিগরঃ স্ববিরোধিতাপূর্ণ বাম!

বাকশালী ফ্যাসিবাদের কঙ্কালের ওপর মুক্তিযুদ্ধের চেতনার পেশী সেঁটে দিয়ে ভয়ঙ্কর এক দৈত্য তৈরি করা হয়েছে জামায়াতে ইসলামীর জ্বীনের আছর থেকে জাতিকে রক্ষা করতে। আর, এই সৃষ্টির কারিগর হচ্ছে তথাকথিত বামেরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত স্ববিরোধিতায় পূর্ণ।

বস্তুতঃ বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সঠিক ও সবল সংগ্রাম গড়ে ওঠার পথে চেতনাগত বাধা হচ্ছে বামেদের আদর্শগত স্ববিরোধিতা। স্ববিরোধিতার একদিক তরুণ সংগ্রামীদের পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামে আকর্ষণ করে এবং অন্যদিকটি তাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে নিরস্ত করে রাখে।

বামেরা তত্ত্বগতভাবে একদিকে বলে শ্রেণী সংগ্রামের মাধ্যমে বুর্জোয়া (পুঁজিপতি) শ্রেণীকে রাষ্ট্রক্ষমতা থেকে উচ্ছেদ করে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কথা, আবার অন্যদিকে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধিত্বকারী দল আওয়ামী লীগকে তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়েতের বিপরীতে নানাভাবে সমর্থন করে চলেছে। এটি তাদের মৌলিক স্ববিরোধিতা, যার ভিত্তি হচ্ছে তাদের মধ্যবিত্ত শ্রেণী-অবস্থান।

২৩/০৮/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon