বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

প্রধান বিচারপতি বিপ্লবী হয়ে যাবেন !

প্রধান বিচারপতি বিপ্লবী হয়ে যাবেন তা মনে করি না। তবে আওয়ামী রেজিমে দাঁড়িয়ে যে সাহস আর প্রত্যয় ব্যক্ত করেছেন তা বর্তমান বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সরকার যখন রাষ্ট্রের সব সিস্টেমকে দলীয় এবং ব্যক্তির করায়ত্ত করতে চায় সেই যায়গা থেকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে প্রধান বিচারপতির নেতৃত্বে যে সাতজন বিচারক রায় দিয়েছেন এবং পর্যবেক্ষণ হাজির করেছেন তা বর্তমান বাস্তবতাকে ধারণ করে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। কোনভাবেই বিচার বিভাগের লাগাম সরকারের নিজস্ব করায়ত্তে নেওয়া সঠিক হবে না। আজকে আমরা যে সংসদীয় ব্যবস্থার অধীনে ফ্যাসিজমের মধ্যে বাস করছি তাকেও আরো শক্তিশালী করতে বিচার বিভাগকে নিজেদের অধীনস্ত করা চাই। এভাবে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় এবং একক ব্যক্তির ইচ্ছা আরও শক্তিশালী হয়ে ওঠে। সেই জায়গা থেকে বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ।

কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যে লুটেরা চক্র আছে তারা চায় প্রধান বিচারপতিসহ বিচারকেরা তাঁদের অধীনস্ত গোলাম হয়ে থাকুক যেন ইচ্ছামত কলকাঠি নাড়ানো যায়। কিন্তু তাঁদেরই আমলে নিয়োগ পাওয়া একজন বিচারপতি যিনি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু হয়েও যে সাহস আর স্পর্ধা দেখিয়েছেন তা অবশ্যই ইতিহাস সাক্ষী হয়ে গেল। বিচারবিভাগ রাষ্ট্রের একটি অঙ্গ। কিন্তু সরকার এবং দলীয় ফ্যাসিস্টরা যেভাবে প্রধান বিচারপতিকে আক্রমণ করছে তা তাঁদের হিংস্র সাম্প্রদায়িক চেহারা স্পষ্ট হয়ে উঠেছে। যেভাবে উলামা লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মত পোষা সুবিধাপ্রাপ্ত এজেন্টরা লাফালাফি করছে তা খুবই ন্যাক্কারজনক। এদের আস্ফালন প্রমাণ করে কীভাবে তারা গোটা দেশটাকে গিলে খেতে চায়। সেখানে বাঁধা হয়ে যে বা যারা দাঁড়াবে তাঁকেই নিঃশেষ করে দিতে চায়। সেই জায়গায় একজন বিচারপতি কতদূর দাঁড়াতে পারেন? বুঝা যাবে না। তবে জনগণের সচেতন অংশ তাঁর পক্ষে আছে মনে হয়।

আমাদের দেশের বিচার ব্যবস্থাকে সবসময় রাজনৈতিক ক্ষমতা এবং টাকার কাছে জিম্মি করে রাখা হয়েছে। সেই জায়গা থেকে একটি গণতান্ত্রিক বিচার কাঠামো এখন সময়ের দাবি। কিন্তু বাস্তবতা হল রাজনৈতিক ক্ষমতা যখন লুটেরা দুর্বৃত্ত রাজনীতিবিদের হাতে থাকে তখন বিচার ব্যবস্থা এককভাবে গণতান্ত্রিক হতে পারে না। ফলে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন গুরুত্বপূর্ণ। কিন্তু বিচারবিভাগ ষোড়শ সংশোধনীর রায়ের মাধ্যমে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছে তা কোনভাবেই নষ্ট করা যাবে না। এটাকে শক্তি যোগাতে হলে জনগণের গণতান্ত্রিক অংশকে প্রধান বিচারপতিসহ বিচার বিভাগের পক্ষে দাঁড়াতে হবে।


EmoticonEmoticon