রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ছাত্রলীগের ভায়েরা আসলে কি বলতে চায় ?

ছাত্রলীগের ভায়েরা আসলে কি বলতে চায়???
সারাদেশের মানুষ জানে উত্তরবঙ্গের বন্যায় প্রায় দুই শতাধিক মানুষ মারা গেছে।। শহস্রাধিক পরিবার তাদের ঘড়বাড়ি হারিয়েছে।। তারা এখন মানবেতর জীবনযাপন করছে।। অথচ ছাত্রলীগের ভায়েরা বলছে দেশে বন্যা নাই।। 
বুঝলাম না কিছু!!!  
   
আজ আমরা উত্তরবঙ্গের বন্যার্ত মানুষগুলোর জন্য ত্রাণ সংগ্রহ করছিলাম।। আমরা ত্রাণ সংগ্রহ করছিলাম কয়েকটা টিমে ভাগ হয়ে।। ৩/৪ জন করে করে আমরা একটা টিম মার্কেট এর ভেতর, আরেকটা টিম রাস্তার মোড়ে আর আরেকটা টিম রাস্তায় হেটে হেটে ত্রাণ সংগ্রহ করছিলাম।। আমাদের একটা টিম সিটি কলেজের সামনের রাস্তা দিয়ে ত্রাণ সংগ্রহ করছিলো।। তো হঠাত কলেজের ভেতর থেকে কয়েকবার আমাদের ডেকে পাঠানো হল।। আমরা বিষয়টা ওরকম গায়ে নেইনি।। পরবর্তীতে ওখানকার একজন বাইরে এসে আমাদের ডেকে ভেতরে নিয়ে গেলো।। ভেতরে যাবার পর তারা আইডি কার্ড দেখতে চাইলো।। ভদ্রতা বশত আইডি দেখালো আমার সহযোদ্ধারা।। পরে আমাদের ত্রাণের বক্সটায় ছাত্র ইউনিয়ন লিখা দেখে ওইটা ছিড়ে ফেললো।। পরে আমাদের অকথ্য ভাষায় গালি দিয়ে বাইরে বের করে দেয়া হলো।।     

আচ্ছা ছাত্রলীগের ভায়েরা ও তো ছাত্র; তাই নয় কি?? ছাত্র হিসেবে তো তাদের নুন্যতম পড়াশোনা থাকা উচিত।। অন্তত বাকি ছাত্র সংগঠনগুলো সম্পর্কিত হালকা ধারণা তো তাদের রাখা উচিত।। তাদের অন্তত এইটা জানা উচিত যে ছাত্র ইউনিয়ন অন্তত বস্তাপচা সংগঠন না।। এই যে তারা বাংলাদেশ ছাত্রলীগ বলে গর্ববোধ করে এই নামের পেছনে ছাত্র ইউনিয়নের ও অবদান রয়েছে শুধু তারা নয়, এই যে আওয়ামীলীগ দেখছেন ওদের এই নামের পেছনে ও ছাত্র ইউনিয়নের ভূমিকা রয়েছে।। কি ভূমিকা রয়েছে সে তর্কে যাচ্ছিনা।। জানার ইচ্ছে থাকলে খোজ নিয়ে দেখবেন।। স্বয়ং বংবন্ধু পর্যন্ত ছাত্র ইউনিয়নকে সমীহ করতেন।।।   দেশে যদি অন্তত ১০০ জন দেশপ্রেমি ছাত্র থাকে তাহলে খোজ নিয়ে দেখবেন তার অর্ধেকেরো বেশি ছাত্র ইউনিয়ন করা ছেলে।। দেশের বিপদে সবচেয়ে আগে ছুটে যাবে এই ছেলেগুলোই।। নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য প্রাণপণে লড়ে যাবে এই ছেলেগুলো।।  
আর আজ ছাত্রলীগের ভায়েরা ছাত্র ইউনিয়নের কর্মীদের উপর নিপীড়ন করছেন।। ছাত্র ইউনিয়নকে বাম বলে গালি দিচ্ছেন।।। অথচ এই দেশের গড়ার সংগ্রামে এই ছাত্র ইউনিয়নের সাথে কাধে কাধ মিলিয়ে লড়েছিলো ছাত্রলীগ।।   
 
পরিশেষে বলতে চাই, শেখ মুজিব কে যখন হত্যা করা হয়েছিলো তখন ছাত্রলীগ/আওয়ামীলীগের কোনো নেতাকেই রাস্তায় পাওয়া যায়নি।।। এই ছাত্র ইউনিয়ন ই বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম প্রতিবাদ করেছিলো।।।। 
শুভন দাস।চট্টগ্রাম ছাত্র ইউনিয়ন।


EmoticonEmoticon