বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

বাকশালী কপট অসাম্প্রদায়িকতাঃ সেক্যুলারগণ স্বাতন্ত্র্য নির্দেশ করুন !

অসাম্প্রদায়িক' পরিচয়দানকারী বাকশালীরা মূলতঃ সাম্প্রদায়িক, যা অতি সম্প্রতি প্রকাশিত হয়ে পড়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি তাদের শব্দাচারণ থেকে। তাঁর অবাধ্যতা প্রত্যক্ষণে তারা শুধু তাঁর হিন্দুত্বের কথা স্মরণ করিয়ে নয়, তাঁর মনিপুরীত্বের কথাও স্মরণ করিয়ে দিয়ে অপমান করে হুমকি দিয়েছে। ফলে, তাদের প্রচারিত তথাকথিত অসাম্প্রদায়িকতা একটি কপটতা ছাড়া আর কিছুই নয়।

বাকশালীরা এমন এক রাজনৈতিক গোষ্ঠী, যারা শুধু হেফাজতে ইসলামীকে তোষণই করে না, হাজার-হাজার জামায়েত-সদস্যকেও নিজেদের মধ্যে স্বাগত জানিয়ে আত্মস্থ করতে পারে। মুখে যে যাই বলুক না কেনো, শেষ বিচারে বাকশালী ও ইসলামবাদী পরস্পরের শত্রু নয় বলে একের ঘরে অন্যের ঠাঁই নেয়।

আর লক্ষ করি, হেফাজতী-জামাতী থেকে শুরু করে মজহারী বুদ্ধিজীবীরা বাকশালীদের 'অসাম্প্রদায়িকতা'কে আক্রমণ করতে গিয়ে তাদেরকে 'সেক্যুলার' বলে গালি দেয়। যদিও তারা জানে যে, আওয়ামী কখনও সেক্যুলারিজমের কথা বলেনি।

আসলে বাকশালীদের সাথে ইসলামবাদীদের কোনো মৌলিক দ্বন্দ্ব নেই। উভয়ই ধর্ম ব্যবহার করে 'রাজনৈতিক বাণিজ্য' করতে চায় - অর্থাৎ বাংলাদেশের মানুষকে ধর্মের নামে ভুলিয়ে ক্ষমতায় যেতে কিংবা থাকতে চায়।

এখন সময় এসেছে প্রকৃত সেক্যুলারদের স্বাতন্ত্র্য নির্দেশ করার। আমার অনুরোধ, আপনারা যদি বাকশালী 'অসাম্প্রদায়িকতা'বাদীদের সাথে নিজের পার্থক্য ও প্রকার সুস্পষ্ট করতে চান, দয়াকরে 'অসাম্প্রদায়িক' রাজনৈতিক-আদর্শিক পরিচয় পরিহার করে নিজেদেরকে 'সেক্যুলার' কিংবা বাংলায় 'ধর্মনিরপেক্ষ' বলুন।

৩০/০৮/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon