বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

হাট-বাজারে

আমরা এখনো বিলাসিতা জানি না
বেপারিরা বিলাসিতা করতে শেখায়,
ওরা অন্ধকারে কোন সুন্দরীর দিকে তাকিয়ে মুচকি হাসে না
বিজ্ঞাপন কান ঝালাপালা করে দিচ্ছে
দ্রব্য আর সেবার অবাধ বিনিময় হচ্ছে।
গাভীর দুধ বিক্রির টাকা জমিয়ে স্মার্টফোন কিনছে মানুষ
বাচ্চাটা পুষ্টিহীনতায় ভুগছে, তাতে কী?

গরিব মানুষ? এই নাও পেপসিকোলা খাও।
দইওয়ালা খুঁজছো? এখনো দই খেতে চাও?
কোথায় হারিয়ে গেছে শৈশবের দইওয়ালা।
দইওয়ালার মেয়েটা এখন তিন টাকার গার্মেন্টস কর্মী
কিছু কিছু শরীরের চেয়ে একটা পেন্সিলের দাম বেশি
বিক্রি হচ্ছে অপুষ্টিতে ভরা আমাদের বোনেদের শরীর।

পৃথিবী এখন বাজারের যুগে
এখানে সব কেনা যায়
সবকিছুই এখানে পন্যাকার।
শিক্ষককে টাকা দাও
সে তোমাকে চুরি শেখাবে।
প্রধানমন্ত্রীকে টাকা দাও
সে তোমার মনের মতো আইন তৈরি করে দেবে।
কবিকে পুরষ্কৃত কর
সে তোমাকে নিয়ে কবিতা লিখবে।
এখানে তুমি সব কিনতে পার
কবি কবিতা শিল্পী শিল্প
নেতা নেতৃত্ব অধ্যাপক অধ্যাপনা সব।
মানুষ স্নিগ্ধতা বেচে কিনছে কলুষতা
মানুষ গ্রাম বেচে শহর কিনছে।
রাজনীতিবিদ শিক্ষক কবি যাজক সবাই এখন ব্যবসায় মন দিয়েছে।

গোটা পৃথিবীটাই এখন বাজার
বসুন্ধরা এখন অর্থ - পিশাচিনী।
বসুন্ধরা এখন বেপারি - ভোগ্যা।

এখানে সব বিক্রি হচ্ছে
বিক্রি হচ্ছে আইন জাতিসংঘ সনদপত্র অথবা বিপ্লব।
বিক্রি হচ্ছে নদী মাটি গাছ আকাশ কিংবা জরায়ু। টাকার বিনিময় হচ্ছে ধর্ম
ধার্মিক বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে মানুষ।
বিক্রি হচ্ছে কিডনি রক্ত চোখ।
বিক্রি হচ্ছে নারী আর নারীর মন।
বুদ্ধিজীবীরা বুদ্ধির বেসাতি করে
বিবৃতিজীবিরা বিবৃতি দেয়
টাকার জন্য অপ্রিয় প্রিয় হয়, প্রিয় অপ্রিয়
মাটি পাথর হয়
রঙিন হৃদয় চোখের ইশারায় হয় বিবর্ণ।
বিশ্ব সুন্দরীরা দৌঁড়োয় ফিল্মের ভাঁড়দের বেডরুমে
আর যৌবনবতীরা টাকাওয়ালা বুড়োদের লিঙ্গসেবা করে।
কবিরা কলম চিবোয়
কল্পনার নায়ে ভাসে সুন্দরী স্বপ্নে
মাঝেমধ্যে কাব্যকেলি করে।
দাতারা ত্রাতার ভান করে আসলে বেপারি।
আকাশ পথে সংস্কৃতি কেনা যাচ্ছে, ত্রাসে কাঁপছে লোককৃষ্টি।
মানুষ গ্রাম্যতা বিক্রি করে নাগরিক হচ্ছে
যে কৃষাণী ঢেঁকি ভানত সে এখন বাজার সুন্দরী
যে মাঝি নৌকা বাইত সে এখন নিরুদ্দেশ।
বিশ্বায়নে এখন সবই পন্যাকার, শূণ্যাকার।

টাকা দিয়ে কৃষক বন্ধ্যা বীজ কিনছে
গরিব আর্সেনিক খায়, ধনীরা বোতলজাত পানি।
সরকার শিশু ও নারী বিক্রি করে জ্বালানি কিনছে
উটের দৌড় খেলা আর বিকৃতকামীদের খায়েশের শিকার হচ্ছে আমাদের শিশু ;
মায়েরা মেয়েরা হচ্ছে ধর্ষিত।

এই পৃথিবীতে আপনি সবই কিনতে পারেন
এখানে সব বিক্রি হয়
ক্ষমতা দায়মুক্তি আইন আদালত সব বিক্রি হয়
ওয়াজ লেকচার স্ট্যাটাস বিক্রি হচ্ছে দেদারছে।
শতগুণ বেশি ফেরত পাওয়া যাবে এই আশায় মানুষ সৃষ্টিকর্তাকেও দান করছে।
লাভ করে নিচ্ছে ইহকালে -পরকালে।
ভোট সভ্যতা আদর্শ মানুষের জীবন সব বিক্রি হচ্ছে।
সম্মান বিক্রি করে মানুষ ধন্যবাদ পাচ্ছে।
চিন্তা চেতনা স্থিরতা সবই বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে।

নিরবে সরবে গোপনে প্রকাশ্যে
ক্রেতা বিক্রেতার খাতায় নাম লিখিয়েছে সবাই।
ধন্য তুমি ভোগবাদিতা
ধন্য তুমি বাজার অর্থনীতি
ধন্যবাদ তোমাকে হে বিশ্বায়ন।


EmoticonEmoticon