বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

অাফসোস ও নয় হতাশাও নয়, করছি প্রতিবাদ অার নিন্দা ।।

পার্বত্য চট্টগ্রামে কেউ নিজের অধিকার অাদায়ের কথা কিংবা প্রতিবাদ করলে তাকে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় চাঁদাবাজী কিংবা অস্ত্র মামলা।তার থেকে অামিও বাদ গেলাম না।

অামায় দিল চাঁদাবাজী অার অস্ত্র মামলা।বিষয়টি হাসার অার অভিস্বাস্য।কারণ অামি একজন নারী, যদিও মানলাম  অামি চাঁদাবাজী করি অস্ত্র ব্যবহার করি!অামি গণতান্ত্রিক অান্দোলনকারী সংগঠন।তাহলে অামি সেগুলোর সাথে জড়িত না থেকে অামায় মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে কেন?

প্রশ্ন জাগে,  রমেল হত্যাকারী  রাঙ্গামাটি ব্রিগেডিয়ার তানভীর ও নান্যাচর জোন কমান্ডার বাহালুল অালম তাদের মামলা হচ্ছেনা কেন???
কোর্টে কেন তাদের মামলা নেয়া হয়না! তারা কি সেনাবাহিনীর কিংবা সরকারের লোক বলে!  গত কয়েকমাস অাগে একটি পত্রিকায় দেখেছি সমতলের জায়গাটি ঠিক মনে নেই তবে অামি পেপার কার্টিং করে রেখেছি।

সেখানে দেখেছি একটি কলেজ ছাত্রকে বিনা কারণে মারধর করায় ৭ নৌ বাহিনীর মামলা হয়েছে।
তাহলে পার্বত্য চট্টগ্রামে প্রকৃত দোষীদের কেন অাড়াল করা হয়,বাঁচানোর চেষ্টা করা হয় কেন??বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম অালাদা না।

অামার ইতিমধ্যে সেই মামলার নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছি।
চাঁদাবাজী মামলা শেষ না হতে অার্মিরা দিলো অাবার নতুন করে অস্ত্র মামলা।

ঠিক এভাবে পার্বত্য চট্টগ্রামের হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি করেছে।অনেক পাহাড়ি ভাইদের। অনেক নিরীহ সাধারণ মানুষদের।অস্ত্র গুজিয়ে দিয়ে মিডিয়ায় দিচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসী।অনেকে নির্যাতনের পর মারাও গেছে।

অামার বন্ধুরা, অামি ভয় করিনা সেসব মামলা। কারণ অামি জুম্ম জনগণের অধিকার অাদায়ের লক্ষ্যে নিজের ভবিষ্যৎ,ব্যক্তিগত সবকিছু বিসর্জন দিয়েছি।অবশ্যই অামিত্বের পরিচয় দিচ্ছিনা।সেনাবাহিনী তথা নব্য পাকবাহিনী পার্বত্য চট্টগ্রাম শোষনকারীর মামলা দিয়ে ভয় পাবার জন্য নয়।সরকার জুম্ম জনগণদের নিধন করার জন্য উঠেপরে লেগেছে এগুলো অামাদের সবার বুঝতে হবে।

স্বজাতী দালালিরা সাবধান সময় থাকতে নিজ জাতির কল্যাণের জন্য জুম্ম জাতিকে রক্ষা করার জন্য স্বজাতির মাঝে ফিরে অাসুন।


EmoticonEmoticon