বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

সমাজতন্ত্রই বিশ্বমানবতার মুক্তির একমাত্র পথ ।

কার্ল মার্ক্স দেখিয়েছেন আদিম-সাম্যবাদী-
গোষ্ঠীবদ্ধ মানুষ কিভাবে ''আমরা'' থেকে
''আমি'', ''আমাদের'' থেকে ''আমার'' সত্তায়
ভাবতে শেখে আর সে ভাবনা কিভাবে তাকে
সম্পত্তির অধিকারে আগ্রহী করে তোলে,
করে তোলে লোভী, আগ্রাসী ।
ট্রাজেডী হলো, সমাজতান্ত্রিক সমাজে ব্যক্তির
মৌল চাহিদা মিটে গেলে সে এই সংকীর্ন সত্তার
কথা মার্ক্সের প্রত্যাশা মত ভুলে যাওয়ার বদলে
ভিন্ন আংগিকে তা ফিল করতে শুরু করে । মানুষের
তো চাওয়ার শেষ নেই, তার এটা চাই সেটা চাই,
অভাব না হলেও সুপারিয়রিটি দেখানো চাই, সামাজিক
স্তরায়নের উপরের স্তরে যাওয়া চাই, ইত্যাদি ইত্যাদি
। ফলে মানুষের মনে অনিবার্য আসে শৃংখল ভাংগার
গান ।
আপনি যদি অর্থনীতি পড়ে থাকেন, তবে
দেখবেন গভীরে গেলে, সমাজতন্ত্রের
রীতি-নীতি অর্থনীতির ''বন্টন'' প্রক্রিয়ার সংগে
যুক্ত । সেখানে মুখ্যত: আলোচনা কিভাবে
সম্পদের সুস্ঠু বন্টন হবে, সমতা নিশ্চিত করা হবে
। work according to your ability and earn
according to your work. অর্থ্যাত এ পর্যায়ে
প্রত্যেকে কেবল সেই পরিমান পাবে যে
পরিমান কাজ সে করবে । (রাষ্ট্র এখানে বিকলাংগ বা
পংগু, বৃদ্ধ বা শিশুর বিষয়ে, যারা কর্মে অক্ষম, কিছুটা
উদাসীন )। এটার সম্পুর্নতা আসে সাম্যবাদে
যেখানে নীতি হল: work according to your
ability and earn according to your necessity.
সেখানে বিকলাংগ বা পংগু, বৃদ্ধ বা শিশু, সবাই
প্রয়োজন অনুযায়ী অন্ন-বস্ত্র-বাসস্থান-
চিকিতসা-শিক্ষা জাতীয় মৌল চাহিদার নিশ্চয়তা পাবে ।
অন্যদিকে পুজিবাদের অর্থনৈতিক দর্শন ''উৎপাদন''
প্রক্রিয়ার সংগে যুক্ত । সেখানে বন্টনটা
অটোমেটিক ধরে নেয়া হয়, অনেকটা ট্রিকল
ডাউন থিয়োরির মত, যেখানে টাকা একটা সুনির্দিষ্ট
চক্র ঘুরে সবার হাতে পৌছায় । তবে ডারউইনিজম
এখানে চালিকাশক্তি: সারভাইবল অব দ্য ফিটেষ্ট,
যোগ্যতরই টিকিয়া থাকিবে । পুজিবাদী কাঠামোয়
তাই করপোরেট পুঁজি গড়ে ওঠে দ্রুত, দফায়
দফায় হাত-পা গজায় ধনকুবেরদের । গড়ে ওঠে
বাজার দখলের খেলা, প্রযুক্তি, বিগ্গাপন আর নিত্য
নতুন ইনোভেশানের তীব্র প্রতিযোগীতা

সমাজতন্ত্রে করপোরেট পুজির আপদ নেই ।
ছল-চাতুরীর বিগ্গাপন নেই, নেই ইনোভেশান
(বানিজ্যিক অর্থে) । ভোক্তারা তাই প্রতারিত হয়না,
বিগ্গাপনের বাহুল্য মুল্য আদায়ের শিকার হয়না,
ভোক্তার রিয়াল পার্চেজিং পাওয়ার তাই বেশী
থাকে ।
অন্যদিকে মুনাফা অর্জনে পিছিয়ে থাকে
সমাজতান্ত্রিক দেশের সরকারী বা বেসরকারী
কোম্পানী ।


EmoticonEmoticon