শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

সাংসদ পুত্র আয়মন আকবর কে বলছি...

আজ সন্ধ্যায় আমার পাঁচ বছরের অবোধ বাচ্চা আমাকে ফোনে বলছে-----
"আব্বু তাত্তারি বারি আসো আমার ভয় করে !"
আমার বাড়ীটা-ই বর্তমানে আমার জন্য সবচেয়ে অ-নিরাপদ স্থান এটা আমার অবোধ কে আমি কেমনে বোঝাই ?
তারপরও তাকে আশ্বস্ত করতে হয়, ছুটে আসতে হয় । ছুটে আসছি, এখনও রেখেছি নিরাপদে কিন্তু ক'জন বাবা পারছেন তার বুকের ধনকে আগলে রাখতে ?
আমি-ই বা কতক্ষণ পারবো ??
সালথা-নগরকান্দা'র স্ব-ঘোষিত শান্তির দূত বর্তমান সাংসদ পুত্র আয়মন_আকবর_চৌধুরী_বাবলুকে বলছি-----------
আওয়ামীলীগের দোহাইয়ে রাজনীতি করতে এসে পাবলিকের সর্বণাশ কতোটা করেছেন একবার বুকে হাত দিয়ে ভাবুন ।
নিরাপত্তার দেবার প্রতিশ্রুতির বুলি ছিঁটিয়ে মানুষের জীবনকে কতোটা অ-নিরাপদ ক'রে তুলেছেন চিন্তা করে দেখুন ।
কি অন্যায় করেছিলো কিশোরী জিয়াসমিন ?
কিছু চোর, ডাকাত আর ইয়াবাখোর মিলে আপনার নামে ধর্ষণ করলো জিয়াসমিনকে !
মামলা প্রত্যাহার করে না নেয়ায় কুপিয়ে মৃত্যুর দূয়ারে ঠেলে দিয়ে বুক ফুলিয়ে আপনার সম্মুখে বীর দর্পে দাঁড়ায় আর আপনি বুকে টেনে নিয়ে পিঠ চাপড়ে বলেন--
"সাব্বাস এগিয়ে যাও............!"
অমানুষটা কে ?
জিয়াসমিন ??
ধর্ষক খুনী নাকি আশ্রয়দাতা ???
আপনার লেলিয়ে দেয়া ধর্ষকের প্রতি ফোঁটা বীর্যে সমগ্র সালথা-নগরকান্দাময় যে অগনিত লাওয়ারিশের জন্ম হচ্ছে তাদের ধাক্কা সামলানোর প্রস্তুতি আছে তো আপনার ?
সামলান আপনার কুত্তা গুলোকে ।
এদের নিঃশ্বাসের জলাতঙ্কে রচিত আপনার রাজনৈতিক কবরে যে ধোঁয়ার আগ্নেয়গীরি ফুঁসছে তার অগ্নুৎপাতের ধাক্কা সইবার ক্ষমতা আপনার নেই !!
আর জিয়াসমিনদের রক্তক্ষরণের বিষ ?
সেটা না ভাবাই আপনার জন্য মঙ্গল !!!


EmoticonEmoticon