শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

গোবরেও পদ্মফুল ফুঁটে বলে একটা প্রবাদ আছে !

বাসদের মাদ্রাসা কমিটি গঠন করা নিয়ে বর্তমানে হৈ চৈ চলছে। আলোচনা সমালোচনা তো আছেই। সঙ্গত কারনেই আমি ও  এর পক্ষে নই, কারন যেখানে প্রতিমূহুর্তে সবক দেয়া হয়, আল্লার ইশারা ছাড়া গাছের পাতা নড়েনা! ধনী গরীব আল্লার সৃষ্টি! গরীব ধনীদের পাঁচশত বছর আগে বেহেশতে যাবে! সেখানে সাম্যবাদ/সকল মানুষ সমান/প্রতিটি মানুষের আছে ভাত কাপড়ের অধিকার/মুক্ত ও স্বাধীনভাবে বাঁচার অধিকার/সম্পদের রাষ্ট্রীয় মালিকানা/ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তি/নারী স্বাধীনতা! কতটা তাদের মাথায় ঢুকবে সেটা প্রশ্নসাপেক্ষ। মোল্লাদের মানুষ করতে গিয়ে মানুষেরাই যদি মোল্লা হয়ে যায় তাহলেই মুশকিল! তবে একটা কথা ঠিক যে, প্রতিটি জিনিসের ই ব্যতিক্রম আছে। গোবরেও পদ্মফুল ফুঁটে বলে একটা প্রবাদ আছে! বুয়েটে পড়ুয়া ছেলেরাও ছাগল হতে পারে, আবার মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরও প্রগতিশীল হবার রেকর্ড আছে। মুফতি মাসুদ, সাজাহান সাকিদার কিন্তু ছাগল হতেই মানুষ হয়েছেন। মুফতি মাসুদ কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন, মুফতি হয়েছেন, ইমামতি করেছেন! সাজাহান সাকিদার ও মাদ্রাসার ছাত্র+শিবিরের সাথী ছিলেন। দুজনেই এখন প্রগতির পথে আছেন, মানবতার বাণী প্রচার করছেন। আমার বন্ধু ভজা আলিয়া মাদ্রাসা হতে দাখিল পাশ + ২৭ পাড়া কোরানে হাফেজ! নেপলা ও মাদ্রাসার ছাত্র, বর্তমানে জিওলজিতে অনার্স করছে। দুজনেই এখন নাস্তিক + বামপন্থী। পরিবর্তন এমনি এমনি আসেনা, পরিবর্তনের জোর  প্রচেষ্টা চালাতে হয়। সমাজের একটা অংশকে অন্ধকারে রেখে সমাজকে আলোকিত করা যায়না। চেষ্টা করতে হবে, তারা পথে আসলে আসবে, না আসলে পিঠ বাঁচাতে হবে।

বি দ্রঃ সানি লিওনের (সানিউর) কথা মনে আছে? ফরহাদ মজহার+আল মাহমুদ ও একসময় প্রগতিশীল আন্দোলনে যুক্ত ছিলেন। কিন্তু এখন? আরেকটা কথা, বাসদ আর বাসদ (মার্ক্সবাদী) দুটো আলাদা সংগঠন, আলাদা দল। একের কর্মের ভার অন্যকে দেয়া অনুচিত ।


EmoticonEmoticon