ফরিদপুর-২ এর মাননীয় সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা জনাব সৈয়দা সাজেদা চৌধুরী সমীপেষু
আসসালামু আলাইকুম ।
আপনি নিশ্চয় অবগত আছেন যে, এক বছর আগেও যখন আপনি এলাকা সফরে আসতেন তখন আ'লীগের বিবাদমান পক্ষ গুলো আপনার সম্মানার্থে পিন-পতন নিরবতা বিরাজ করাতো এলাকায় ।
বর্তমানের খবর জানেন কি আপনি ?
আপনি এলাকা সফরে আসলে মারা-মারি, কাটা-কাটি, হানা-হানি কেন শুরু হ'য়ে যায় ?
কারণ, স্থানীয় ভাবে যাঁরা আগে আ'লীগের নেতৃত্ব দিতেন তাঁরা বঙ্গবন্ধু'র আদর্শের সৈনিক, তাঁরা আপনার ইজ্জতের মূল্যটুকু বুঝতেন ।
আর বর্তমানে যারা আ'লীগের স্থানীয় নেতৃত্ব দিচ্ছে তারা আপনার কাঁধে ভর দিয়ে আ'লীগার নিধনের মিশনে নেমেছে ! অবিশ্বাস্য হলেও সত্য যে, এই মিশনের নেতৃত্ব দিচ্ছে আপনার-ই গর্ভজাত সন্তান !
আপনি কি জানেন আপনার নামে আঁতকে ওঠা খুনী, ধর্ষক, চাঁদাবাজ, জুলুমবাজদের অভয়াশ্রম আজ আপনার-ই আঙিনা ?
আপনি কি জানেন, অপরাধ করার পরে অপরাধী আপনার আঙিনায় ব'সে দাঁত কেলিয়ে হাসে ?
আপনি কি জানেন যে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া ডাকাত আর ইয়াবা ব্যবসায়ীরা আপনার লোক হবার দোহাই দিয়ে পুলিশের কলার চেপে ধরে ?
কি অপরাধ কিশোরী জিয়াসমিনের ?
আপনি কি জানেন যে, জিয়াসমিনের ধর্ষণকারীরা ডাকাতদের সহযোগীতায় জিয়াসমিনকে কুপিয়ে জখম করার পরে আপনার পুত্রের ছত্রছায়ায় বুক ফুলিয়ে অস্ত্র উঁচিয়ে ঘৃরে বেড়াচ্ছে এলাকায় ?
মহান মুক্তিযুদ্ধের সংগঠক সেই সাজেদা চৌধুরী কি আপনি ?
জাতির জনক বঙ্গবন্ধু'র সহযোদ্ধা সেই সাজেদা চৌধুরী কি আপনি ?
আপনার পুত্রের নির্লজ্জতা দেখে হতাশায় নিমজ্জিত লজ্জারা আজ বিস্ময়ে হতবাক !
জেগে উঠুন শেষবারের মতো, জেগে উঠুন জনাতার জেগে ওঠার আগে !!
সময় কাউকে ক্ষমা করেনা !!!
আসসালামু আলাইকুম ।
আপনি নিশ্চয় অবগত আছেন যে, এক বছর আগেও যখন আপনি এলাকা সফরে আসতেন তখন আ'লীগের বিবাদমান পক্ষ গুলো আপনার সম্মানার্থে পিন-পতন নিরবতা বিরাজ করাতো এলাকায় ।
বর্তমানের খবর জানেন কি আপনি ?
আপনি এলাকা সফরে আসলে মারা-মারি, কাটা-কাটি, হানা-হানি কেন শুরু হ'য়ে যায় ?
কারণ, স্থানীয় ভাবে যাঁরা আগে আ'লীগের নেতৃত্ব দিতেন তাঁরা বঙ্গবন্ধু'র আদর্শের সৈনিক, তাঁরা আপনার ইজ্জতের মূল্যটুকু বুঝতেন ।
আর বর্তমানে যারা আ'লীগের স্থানীয় নেতৃত্ব দিচ্ছে তারা আপনার কাঁধে ভর দিয়ে আ'লীগার নিধনের মিশনে নেমেছে ! অবিশ্বাস্য হলেও সত্য যে, এই মিশনের নেতৃত্ব দিচ্ছে আপনার-ই গর্ভজাত সন্তান !
আপনি কি জানেন আপনার নামে আঁতকে ওঠা খুনী, ধর্ষক, চাঁদাবাজ, জুলুমবাজদের অভয়াশ্রম আজ আপনার-ই আঙিনা ?
আপনি কি জানেন, অপরাধ করার পরে অপরাধী আপনার আঙিনায় ব'সে দাঁত কেলিয়ে হাসে ?
আপনি কি জানেন যে, পুলিশের হাতে গ্রেফতার হওয়া ডাকাত আর ইয়াবা ব্যবসায়ীরা আপনার লোক হবার দোহাই দিয়ে পুলিশের কলার চেপে ধরে ?
কি অপরাধ কিশোরী জিয়াসমিনের ?
আপনি কি জানেন যে, জিয়াসমিনের ধর্ষণকারীরা ডাকাতদের সহযোগীতায় জিয়াসমিনকে কুপিয়ে জখম করার পরে আপনার পুত্রের ছত্রছায়ায় বুক ফুলিয়ে অস্ত্র উঁচিয়ে ঘৃরে বেড়াচ্ছে এলাকায় ?
মহান মুক্তিযুদ্ধের সংগঠক সেই সাজেদা চৌধুরী কি আপনি ?
জাতির জনক বঙ্গবন্ধু'র সহযোদ্ধা সেই সাজেদা চৌধুরী কি আপনি ?
আপনার পুত্রের নির্লজ্জতা দেখে হতাশায় নিমজ্জিত লজ্জারা আজ বিস্ময়ে হতবাক !
জেগে উঠুন শেষবারের মতো, জেগে উঠুন জনাতার জেগে ওঠার আগে !!
সময় কাউকে ক্ষমা করেনা !!!
EmoticonEmoticon