বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

অদ্ভুত উটের পিঠে চলা !

সব সম্ভবের এই বাঙলাদেশে আমরা অনিয়ম দেখতে দেখতে বড় হয়েছি। অনিয়মের ঠেলায় বরং নিয়মটাকেই এখন অনিয়ম বলে মনে হতে শুরু করেছে! তাইতো নিত্যদিনের খুনখারাপি আমরা খুব সহজেই মেনে নিতে পারছি। ছোটবেলা হতে মারদাঙ্গা সিনেমায় খুনখারাপি আর ধর্ষণ দেখে অভ্যস্থ বাঙালি পত্রিকার পাতায় কোন ধর্ষণ বা খুনের খবর পড়লেও ভাবে, এটাও বুঝি কোন সিনেমার বিজ্ঞাপন!

তাই তো আমরা, ময়মনসিংহের ১৬ বছরের কিশোর, টোকাই সাগরের হত্যাকান্ড ও বিনা প্রতিবাদে মেনে নিয়েছি। সিলেটের রাজন আর ময়মনসিংহের সাগর দুজনকে  একই কায়দায় চুরির অভিযোগে পিঁটিয়ে হত্যা করা হয়েছে। রাজনের বিষয়ে যতটা প্রতিবাদ হয়েছিল সাগরের বিষয়ে ততটা হচ্ছে কি? ফ্রেন্ডলিস্টের কাউকে এখনো একটা পোস্ট ও দিতে দেখলাম না! কেউ দিয়ে থাকলেও তা আমার নজরে আসেনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন  ফেসবুকের কবিগণ কবিতা নামক কুখাদ্য লিখায় ব্যস্ত, বাকিরা ব্যস্ত রোহিঙ্গা ইস্যুতে। একটা টোকাইর মৃত্যু হয়েছে তাতে প্রতিবাদ করার কি আছে? সময় আছে কারো?

বিদ্যুতের দাম পাঁচ বছরে সাত বার বাড়িয়েও আওয়ামীলীগের খায়েশ মেটেনি। তাই আবারো বাড়ানোর পায়তারা করছে! প্রতিবাদ? প্রতিবাদ আবার কি জিনিসরে ভাই? খায় না মাথায় দেয়?

পৃথিবীতে চাল উত্‍পাদনে প্রথম সারির দেশ হয়েও যে দেশের জনগণ ৭০ টাকা কেজি চাল কিনে খেয়েও দুঃখ পায়না, তাদের নিকট বিদ্যুতের দাম বাড়লেই কি? আর কমলেই কি?

কোন এক সচিবের গাড়িচালক উল্টোপথে গাড়ি চালানোয় তাকে বহিস্কার করা হয়েছে। যার নিদের্শে সে এটা করেছে সেই সচিব বহাল তবিয়তে আছে, তার কোন শাস্তি হয়নি, হবেও না!

অদ্ভুত উটের পিঠে চলা, এই বাঙলাদেশকে নিয়ে এখন আর স্বপ্ন দেখতে ইচ্ছে করেনা। মস্তিস্কের কারসাজিতে যাও বা মাঝরাতে ঘুমের ঘোরে দুয়েকটা স্বপ্ন দেখি, তাও সবসময় আমার নিকট দুঃস্বপ্ন হয়েই ধরা দেয়।


EmoticonEmoticon