বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

হিন্দুধর্মে দারুণ বৈচিত্র্য

হিন্দুধর্মে দারুণ বৈচিত্র্য! কতশত উৎসব। কত আনন্দ।
সেদিন দোলযাত্রায় আমিও অগ্নিমিত্রাদের বাসায় হোলি খেলেছি। কী দারুণ মজা। কত রকমের বৈচিত্রময় খাবার। সাজুগুজু করে একসঙ্গে হৈচৈ করতে করতে ঠাকুর দেখতে যাওয়া। প্রসাদ খাওয়া। নাচ গান হুল্লোড়। সারাবছরই যেন উৎসব।
কী দারুণ বিয়ের আয়োজন! অন্নপ্রাশন, সীমন্তন্ন, কী মজা, কী মজা! জীবনটাইই যেন আনন্দের। একজন ঈশ্বরের চেয়ে বহু দেবতার পূজা অনেক আকর্ষণীয়, যখন যাকে ইচ্ছা পূজা করো, আর ঠাকুরের নাম করে নিজে খেয়ে ফেলা। হি হি হি!

পুরো পাঁচদিন কাটাবো অগ্নিমিত্রাদের বাসায়। হিন্দু ছেলেদের সঙ্গে ইভটিজিং করবো! কাউকে কাউকে জোর করে চুমুও খেয়ে ফেলতে পারি! অধিকাংশ মুসলিম পুরুষরা হিন্দু মেয়েদের সঙ্গে  যা করতে চায়, আর কি! হাহাহা!
পূজা দেখবো, প্রসাদ খাব, সেলফি তুলবো। নাচবো। আর মাতলামি তো অত্যাবশ্যকীয় ইভেন্ট।
মাত্র দুটো ঈদে মন ভরছে না।
হিন্দু হয়ে গেলে কেমন হয়? হিন্দু পুরুষগুলো মারাত্মক রোমান্টিক। আর বুদ্ধিমান।
ওহ্, যদি একটা সুপুরুষ হিন্দু যুবকের বউ হতে পারতাম? কচ্ছপ খেতে আপত্তি নাই। দেশে বিদেশে বহু খেয়েছি।
আছেন কোন মুমিন হিন্দু?
হে আল্লাহ, তুমি আমাকে হিন্দু না বানিয়ে মরণ দিও না!

কি মুমিন মুসলমান, অপসংস্কৃতির ভেড়া , মহাধর্ষকের মুরিদ, স্ট্যাটাস পড়ে খুব রাগ লাগছে? এটা আমার প্রেম। তোর এত ফাটছে কেন?
শালা, মারবো এখানে
লাশ পড়বে পাকিস্তানে!


EmoticonEmoticon