শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গাদের মধ্যে কি বামেরা তৎপর ?

বামেরা যদি নিজেদেরকে আন্তর্জাতিকতাবাদী ও বিশ্বের সকল দরিদ্র ও নিপীড়িত মানুষের মুক্তিসংগ্রামী মনে করে, তাদেরতো উচিত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কাজ করা।

বিশ্বজুড়ে তাকালে দেখি, দেশে-দেশ যেখানেই নিপীড়িত জাতিসত্তার লোক শরণার্থী হয়, মার্ক্সবাদীরা তাদের সহায় হিসেবে তাদের মধ্যে কাজ করে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষে যুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করে থাকে।

আমাকে কি বামপন্থী বন্ধুদের মধ্যে কেউ বলতে পারেন রোহিঙ্গাদের মধ্যে তাদের তৎপরতা কী? যদি কোনো তৎপরতা না থাকে, দয়াকরে কি বলবনে, কেনো তা নেই?

০২/০৯/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon