ধূসর স্বপ্নের আকাশ দেখি
যে শহরে চাঁদ উঠে,
ভাংগা জানালায় তাকিয়ে থাকি
মোর প্রিয়া আসবে বলে।
আমি ছুটে চলি সেই শহরে
যে শহরে সে থাকে,
চেনা শহর,সে আমায় চেনল না
দুজন মিলে চাঁদ দেখব, সাধ্য হল না।
তুমি যখন তোমার ঐ শাড়ি টা
সাজিয়ে রাখো আলনাতে,
আমি তখন দু’চোখ মেলে
তাকিয়ে থাকি জানলাতে।
আকাশ দেখি, বৃষ্টি দেখি,
দেখি আমার চোখের জল,
নিয়ে দূরের আকাশ পথে
যাচ্ছে উড়ে মেঘের দল। ”
তুমি কি আসবে ফিরে
আমার এই শহরে,।
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
সেই শহর

Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon