”পড়ালেখা শেষ করে বাপের কাঁধে বসে খাওয়া ছেলেটি একটা চাকুরী খুঁজছে। সারা রাত ডিপ্রেশনে ভূগতে থাকা ছেলেটি মুক্তির পথ খুঁজছে।”
.
”রাতের বেশ্যাও দশ মিনিটের সুখ ক্রেতা খুঁজছে কোন ফ্লাইওভার কিংবা ওভার ব্রিজে দাড়িয়ে। ফুটপাতে পুরানো জামা বিক্রেতা সস্তায় কেনা ক্রেতা খুঁজছে। বাঁদাম বিক্রেতা খদ্দের খুঁজছে।”
.
”সদ্য প্রেমে ঠকে যাওয়া ছেলেটি নিজের কাছ থেকে পালিয়ে থাকার পথ খুঁজছে। শরীর খসে পড়া রোদের মধ্যে 'শরবত' বিক্রেতা ক্লান্ত মানুষ খুঁজছে, পাঁচ টাকায় প্রতি গ্লাস বিক্রি করবে বলে।”
.
”ধন-দৌলতের ভিতরে থেকেও সুখ বিহীন মানুষটি একটু সুখ খুঁজছে। পনেরো টাকায় এক বেলা ভাত খাবে বলে টোকাই ছেলেটা ভাঙ্গা বোতল আর পুরানো লোহার টুকরো খুঁজছে।”
.
”বিশ্বাস করে ঠকে যাওয়া মেয়েটি একজন বিশ্বাসী মানুষকে খুঁজছে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠা ছেলেটি মধ্যবিত্ত শব্দ থেকে বেরিয়ে যাবার পথ খুঁজছে।”
.
”অফিসের বস একটু রাত করে বাড়ী ফিরে বউকে কি জবাব দিবে সেই উপায় খুঁজছে। একজন লেখক সর্বোচ্চ দিয়ে একটা বই লিখে মনের মতো পাঠক খুঁজছে।”
.
আমরা সবাই খুঁজছি, খুঁজতে-খুঁজতে দিশেহারা হয়ে পড়ি, আবার দিশেহারা হয়ে সহজ হবার পথ খুঁজছি। আমার বড্ড অপূর্ণ, আমাদের খোঁজার শেষ নেই। যে যার মতো করে খুঁজছি... ”সারাদিন রিক্সার প্যাড়েল ঘুরিয়ে ষাট টাকায় চাল কিনে ঘরে গিয়ে রিক্সাওয়ালা সুখ খুঁজছে।”
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
আমরা সবাই খুঁজছি...

Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon