সাম্যবাদী(Communist) এবং নাস্তিক(Atheist) এই দুইটি
বিষয় সম্পূর্ণই ভিন্ন।
এখানে সাম্যবাদী হওয়ার সাথে আস্তিক বা নাস্তিক হওয়ার কোন সম্পর্কই নেই।
সাম্যবাদী বিষয় টা হচ্ছে সামগ্রিক ভাবে বিশ্বকে সমতল
কাঠামোতে সবার অধিকার সুনিশ্চিত করা এবং বিশ্বকে উন্নত থেকে উন্নতর করা।
আর নাস্তিকতা হচ্ছে ব্যাক্তিগত বিষয়, যে কেউ আস্তিক থেকে নাস্তিক হতে পারে, নাস্তিক থেকে আস্তিক হতে পারে, ধর্মহীন থেকে ধর্মের আশ্রয় তলে আসতে পারে,
বা ধর্ম পরিবর্তিন করতে পারে, তবে তার সব কিছুই নির্ভর
করবে তার সঠিক জ্ঞান অর্জনের উপর, যে সে উক্ত বিষয়ে কতটুকু আত্মনির্ভর। কিন্তু সে যাই হোক না তার
দ্বারা যেন সমাজে যাতে খারাপ কোন আচরন তৈরি না হয়। আর যদি হয়ে থাকে তাহলে তার ধর্মীয় জ্ঞান এর অভাব আছে বলে মনে করা হবে।
ঠিক এই একই রকম কথা টা সাম্যবাদও বলবে।
কারন সাম্যবাদ নীতি এবং ধর্মীয় নীতি কোনটাতেই অপকর্ম কে পশ্রয় দেয়া হয়নি।
আমাদের শুধু জানার অভাব।
যদিও আমি কমিউনিস্ট নই, তারপরেও বললাম কারন দুএকজনের কমেন্টস দেখে মনে হল, আমরা এখনো অনেক কিছুই জানি না। আমাদেরকে স্বচ্ছ ভাবে আরো অনেক কিছু জানতে হবে।
আর শেষ কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে "সাম্যবাদ"
সম্পর্ক ইসলাম ধর্মে সবচাইতে সুন্দর ও বিশদ ভাবেই বর্ণনা করা হয়েছে। যেটা বর্তমান বিজ্ঞানীরা এপ্রোভ দিয়েছেন।
হয়েছে
EmoticonEmoticon