বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭

এরা পৃথিবীর স্বঘোষিত পরগাছা ।

এলিয়েন ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক দেনা-পাওনার।
মানুষের সঙ্গে, এই বিশ্বপ্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক একক সমগ্রতার।
মানুষ প্রকৃতির অংশ। প্রকৃতি মানুষকে নিয়ে।

আমি যদি নিজেকে আমিই মনে করি,
তবে তো আমি সত্যিই শূন্যহাতে পৃথিবীতে এসেছি ;
এখন হয়েছি সম্পদশালী।
খাচ্ছি নিচ্ছি দুহাত ভরে,
কিন্তু পৃথিবীর প্রতি আমার কোন দায়িত্ব নেই।
আমি বলছি, সব সম্পর্ক মিথ্যে, সব সম্পর্ক স্বার্থপরতার।
আশ্চর্য, পৃথিবীর জন্য একটা কানাকড়িও নিয়ে আসিনি আমি!
অথচ অসংখ্য মানুষ দিনরাত পরিশ্রম করে চেষ্টা করছে পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে।
আমি শুধু ভোগ করছি, উপভোগ করছি আর টার্গেট করছি পরকালের সুখসুবিধা!
জন্ম পৃথিবীতে, মৃত্যু পৃথিবীতে
তবুও "পৃথিবী আমার আপন ঠিকানা নয়! "
আমার মতো নিমকহারাম আর কে আছে?

যে মানুষ দুনিয়াতেই স্বর্গ তৈরির চেষ্টা করছে না অথচ  পরকালের স্বর্গের স্বপ্ন দেখছে, সে মানুষ মানুষের সঙ্গ পাওয়ার, মানুষগোত্রের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা হারিয়েছে।

এরা পৃথিবীর স্বঘোষিত পরগাছা।
রাজাকারদের যেমন বাংলার মাটিতে কবর দিতে ইচ্ছে করে না, ইচ্ছে করে এদের লাশ পাকিস্তানের মাটিতে ছুঁড়ে ফেলতে, যা তোদের বাপের দেশে গিয়ে মর!
তেমনি ঐসব পরগাছাদেরকেও ইচ্ছে করে পৃথিবীর বাইরে ছুঁড়ে ফেলে দিই, যা তোদের ইশ্বরের স্বর্গে যা।


EmoticonEmoticon