ছেলের চিকিৎসার ব্যয়ভার মেটাতে হিমসিম খাচ্ছে সলিম মিয়া। মোঃ আলী হাসপাতালে চিকিৎসাধীন তার ছেলে সহিদুলের বয়স ১২। কি অসুখ জানে না। ডাক্তার বলেছে - জটিল। সলিম মিয়া তাই রোজই বাড়তি খাটুনি খাটে। অনেক রাত অবধি বগুড়া শহরে ব্যাটারী চালিত রিক্সা চালায়। বাড়ি বেজোড়া। হৃত দরিদ্র। ৩ শতকের ওপর ছাপড়া দেওয়া বসত বাড়ি তার। "সেই সম্বল তার কম্বল খানি " সম বসত বাড়িটি বন্ধক রেখে অটো রিক্সা কিনেছে। মোটামুটি খেয়ে পড়ে চলছিলো তার জীবন জীবিকা। আজ তার মাথায় মনুষ্যসৃষ্ট বাজ পড়লো। তার অটো রিক্সা গুড়িয়ে দেওয়া হলো বুলডোজারে। কি করবে এখন সলিম মিয়া? আত্নহত্যা? নাকি চুরি, ছিনতাই?
এ রকম বেদনা বিধুর বাস্তব কাহিনী প্রায় সব রিক্সা চালকদের জীবনে। যারা দিন আনে দিন খায়। এদের কি দোষ? এরা কি জানতো এসব রিক্সা কেনা এবং চালানো অবৈধ? এ সব রিক্সার রুট পারমিট যদি না থাকে, তবে যারা রিক্সা তৈরী ও বিক্রি করছে, তাদেরকে আগে কেন ধরছে না?
এবার আসল পয়েন্টে আসি। তুফান সরকার ধরা পড়ার আগে ঐসব রিক্সা বগুড়া শহরে দাপটের সাথে চলাচল করতো। তখন কোথায় ছিলো পৌর কর্তৃপক্ষ, বিআরটিএ সহ সংশ্লিষ্ট অধিদপ্তর? তুফান সরকারের "নিজস্ব প্রশাসন " রুট পারমিট বাবদ ঐসব রিক্সা থেকে আদায় করেছে ৩ হাজার টাকা এবং প্রতিদিন চলাচল বাবদ ৩০ টাকা। বিশাল অংকের টাকা কি তুফান একাই ভোগ করতো? এটা জনমনের প্রশ্ন। ধরে নিলাম, সে একাই ভোগ করতো। তাহলে পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসন তখন কি কাঠের চশমা পড়েছিলো? পুচকে তুফান কি এতোই ক্ষমতাবান? তো কথা হচ্ছে গরীবের স্বপ্ন গুড়িয়ে না দিয়ে প্রশাসন ঐসব রিক্সা থেকে মটর ও ব্যাটারি খুলে ফেলে প্যাডেল চালিত রিক্সা বানাতে সহায়তা করলে কি মহা ভারত অশুদ্ধ হতো ?
এ রকম বেদনা বিধুর বাস্তব কাহিনী প্রায় সব রিক্সা চালকদের জীবনে। যারা দিন আনে দিন খায়। এদের কি দোষ? এরা কি জানতো এসব রিক্সা কেনা এবং চালানো অবৈধ? এ সব রিক্সার রুট পারমিট যদি না থাকে, তবে যারা রিক্সা তৈরী ও বিক্রি করছে, তাদেরকে আগে কেন ধরছে না?
এবার আসল পয়েন্টে আসি। তুফান সরকার ধরা পড়ার আগে ঐসব রিক্সা বগুড়া শহরে দাপটের সাথে চলাচল করতো। তখন কোথায় ছিলো পৌর কর্তৃপক্ষ, বিআরটিএ সহ সংশ্লিষ্ট অধিদপ্তর? তুফান সরকারের "নিজস্ব প্রশাসন " রুট পারমিট বাবদ ঐসব রিক্সা থেকে আদায় করেছে ৩ হাজার টাকা এবং প্রতিদিন চলাচল বাবদ ৩০ টাকা। বিশাল অংকের টাকা কি তুফান একাই ভোগ করতো? এটা জনমনের প্রশ্ন। ধরে নিলাম, সে একাই ভোগ করতো। তাহলে পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসন তখন কি কাঠের চশমা পড়েছিলো? পুচকে তুফান কি এতোই ক্ষমতাবান? তো কথা হচ্ছে গরীবের স্বপ্ন গুড়িয়ে না দিয়ে প্রশাসন ঐসব রিক্সা থেকে মটর ও ব্যাটারি খুলে ফেলে প্যাডেল চালিত রিক্সা বানাতে সহায়তা করলে কি মহা ভারত অশুদ্ধ হতো ?
EmoticonEmoticon