বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

প্রধান বিচারপতি সিনহাঃ জালে বন্দী সিংহ যথা !

প্রধান চারপতি সুরেন্দ্র কুমার সিনিহা কি উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি সংখ্যালঘুরও মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ? তিনি শুধু হিন্দু হলেও একটা কথা ছিলো; তিনি ছিলেন হিন্দু ও মনিপুরী।

অবাঙালীত্ব ও অমুসলিমত্বর অগ্রে থাকা দুটি 'অ' উপসর্গ তাঁকে অত্যন্ত ভালনারেবল করে দিয়ে থাকবে। তাই, প্রধান বিচারপতি হিসেবে তিনি প্রায় অসম্ভব একটি কাজ করে ইতিহাসে স্থান করে নিলেও, শীর্ষ বিচারালয়ের উচ্চাসনটি তিনি ধরে রাখতে পারলেন না।

প্রাধান বিচারপতি সিনহাকে কীভাবে বিদায় নিতে হলো, বিদায় না নিলে তাঁর কী পরণতি হতে পারতো, কিংবা নেওয়ার পর কী হতে পারে, তা আগ্রহোদ্দীপক অনুসন্ধান বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু তিনি যে ব্যতিক্রমধর্মী সিংহপুরুষ, তাতে কোনো সন্দেহ নেই।

চতুর শিকারীর জালে বন্দী পশুরাজ সিংহকেও যেমন দুর্ভাগ্য মেনে নিতে হয়, প্রধান বিচারপতি সিনহাকেও হয়তো সেই দুর্ভাগ্য মেনে নিতে হয়েছে। তবে, ইতিহাসে তিনি যে সিংহপুরুষত্বের স্থান করে নিয়েছেন, কেউই তা কেড়ে নিতে পারবে না।

০৪/০১০/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon