সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর খায়েশ পূর্ণ হয়েছে...

নিরবে নিভৃতে বাধ্য হয়ে মেয়াদ শেষ হওয়ার আগে চলে যেতে হল প্রধান বিচারপতিকে। গণতন্ত্রকে রক্ষার যে অঙ্গীকার তিনি করেছিলেন তা আর করতে পারলেন না। বিশাল একটি শক্তির কাছে মাথা নত করে অস্ট্রেলিয়া চলে যাবেন। ফ্যাসিবাদ দিনে দিনে শক্তিশালী হবে। এভাবে একজন মানুষের পক্ষে একা একা লড়া যায় না যখন গোটা সিস্টেম তাঁর বিপক্ষে। ফলে সাহস দেখালেও তাঁকে হার মানতে হয়েছে। সারাদেশের মানুষের নিরব সমর্থন থাকলেও তাঁকে রক্ষা করার আন্দোলনের শক্তি রাজপথে ছিল না। আবার তাঁর মেয়াদের সময় ও শেষের দিকে। ফলে ছুটিতে যেথে বাধ্য করা এবং চাপে ফেলে দেশত্যাগ করানোর যে খায়েশ একজন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী করেছিলেন, তার খায়েশ পূর্ণ হয়েছে। এই সময়ে এই ব্যবস্থার মধ্যে এমন সাহসী বিচারপতি আসবেন কিনা জানিনা। তবে তার চেষ্টা ব্যর্থ হয়ে যায়নি। একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, এইদেশের জনগণের জন্য তিনি শেষ চেষ্টা করেছেন। বিচার বিভাগ কে একতরফা নির্বাহী বিভাগের অধীনস্থ করতে দেন নাই। যা তাঁর জন্য কাল হয়ে দাঁড়ালো।

এইভাবে দিনে দিনে বুর্জোয়া গণতন্ত্রের প্রতি আমার আস্থা উঠে যাচ্ছে। অন্তত এইদেশে বুর্জোয়া গণতন্ত্র আর প্রতিষ্ঠা হবে বলে মনে হয় না। কেননা যারা এই গণতন্ত্রের কথা বলে তাঁরাই আবার এই গণতন্ত্রের গায়ে ছুরি বসায়। ফলে এতদিন মনে করতাম শ্রমিক শ্রেণী একটি শক্তির যায়গায় যাওয়ার আগ পর্যন্ত বুর্জোয়া গণতন্ত্র গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যারাই ক্ষমতায় যায় এরাই গিয়ে এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে। যেমন সামরিক সরকার তেমনি পার্লামেন্টারি কথিত সরকারের একই অবস্থা। ফলে এইখানে বুর্জোয়া গণতন্ত্র আর যাবেনা।

এখানে এখন প্রয়োজন বর্তমান ব্যবস্থাকে দুমড়ে-মুচড়ে ফেলা। এটা অবশ্যই করতে হবে জনগণের শক্তিশালী রাজনৈতিক শক্তির মাধ্যমে। পুরাতন সিস্টেম ভেঙে ফেলে নতুন নিয়ম, নতুন সিস্টেম, সম্পূর্ণ নতুন ধরণের গণ-সংবিধান রচনা করতে হবে। এছাড়া এই ব্যবস্থা থেকে উত্তোরণ আশা করা যায় না। আমাদের ঘাড়ে যে ফ্যাসিবাদ বাসা বেঁধেছে তা গুড়িয়ে দিতে হলে নতুন ধরণের গণ অভ্যুত্থান ছাড়া বিকল্প পথ আছে বলে মনে হয় না। পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে থেকে এই ফ্যাসিবাদকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কিছু হবে বলে মনে হয় না। এজন্য বর্তমান সময়ে জনগণের নতুন রাজনৈতিক শক্তি নির্মাণে মনোযোগ দেওয়া ছাড়া অন্য কাজ আছে বলে মনে করি না।


EmoticonEmoticon