কীর্তনখোলার আটপৌরে শান্ত মেয়েটি জানে
কতটা প্রেম থাকতে পারে প্রেমিকার আলতায়
ভরযৌবনা চাঁদকে বুকে নিয়েও রাতভর কেঁদে চলে
এখানে তুমি নেই
তাই বিপুল বিদ্রোহ করে নদী
নিরব অভিমানে তুলে ধরে না-পাওয়ার ফর্দ
কত বন্যা গেলো, উত্তাল সাগর
কই? সেতো পোয়াতি হলো না
আবে-হায়াতের ভারে নুয়ে পরল না মাই
খাল আর ক্ষেতে তবু তুলে দিয়েছে
সিক্ত চুম্বন;শেষ পাতে মিষ্টান্ন সমেত
দূরবর্তী জোয়ারের সামান্য সঞ্চয় থেকে
বিরহী-কান্তা-সলীলার সাথে জোট বেধেছে নারকেল বন প্রিয় বকুল
সুরভী-হরতাল বেলী আর রঙ্গনের
তোমায় ছাড়া রাতকে উপহাস করে-
ঘাটের পাশে একদল হাসনাহেনা
তুমি নেই বলে নদীর কিনারে আমি-
স্বাধীন বাংলাদেশের মতোই অর্থহীন
তুমি ফিরে এসো
গলুইয়ে জল জমে আছে
কলতলা কদম
সন্ধ্যার বাগান কবিতার সাথে চুমু
আমাদের পোষাকহীনতা
সঙ্গমোত্তর কফি রাতবিরেতের ছাদ
একটুখানি কুয়াশা ঈষৎ পায়চারী
পোষা বেড়াল রেডিও এন্টেনা
স্বাস্থ্যকর্মী পরামর্শ
শখের গান হারমোনিয়াম
হেমন্ত আশালতা
ভিমরতিগ্রস্ত হরি মাস্টারের নিমের মাজন চাইতে আসা
বৃষ্টির ঘ্রাণ
সকলেই তোমার অপেক্ষায় রত
তুমি ফিরে এসো
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
তুমি ফিরে এসো

Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon