পুরুষ প্রকৃতির এক নিঠুর শিকার!
হাহাহা!
প্রকৃতির এক অদ্ভুত এবং কিম্ভুতকিমাকার সৃষ্টি হলো নারীদেহ।
কিন্তু পুরুষের চোখে ঐ নারীদেহই পৃথিবীর শ্রেষ্ঠতম শিল্পকর্ম।
অধিকাংশ পুরুষ নারীর সৌন্দর্যকে প্রেমের দৃষ্টিতে দেখে, তাদের চোখে থাকে বিস্ময়।
খুব কম সংখ্যক পুরুষ নারীর সৌন্দর্যকে ধর্ষকের দৃষ্টিতে দেখে, তাদের চোখে থাকে লালসা।
এই ম্যাজিক থেকে বের হওয়া পুরুষের সাধ্যের অতীত।
প্রকৃতপক্ষে প্রকৃতি পুরুষকে নারীর দাসে পরিণত করে রেখেছে। নারীর সন্তান জন্মদানের প্রক্রিয়াকে আকর্ষণীয় করার জন্য প্রকৃতি পুরুষ নামক দাস উপহার দিয়েছে।
সেই প্রাগৈতিহাসিক কাল থেকে পুরুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, ঘর নির্মাণ করছে, সভ্যতা গড়ে তুলছে, নিরাপত্তা দেয়ার আপ্রাণ চেষ্টা করছে, খাদ্যের যোগান দিচ্ছে। নারী ভোগ এবং উপভোগ করছে!
পুরুষ প্রায় সবই আসলে করছে নারীর জন্য।
ধর্ম তৈরি করেছে, নারীকে বশে আনার জন্য। নারী বুঝে গিয়েছে!
ভীতিকর ঈশ্বর আর শয়তান সৃষ্টি করেছে পুরুষ, নারীকে পর্যুদস্ত করার মতলবে। নারী বুঝে গিয়েছে!
নারীর চোখে পুরুষ যে আসলে শিশু, পুরুষ কিন্তু তা এখনো বুঝতে পারেনি!
পুরুষ কত কবিতা লিখেছে নারীকে নিয়ে, নারীর জন্য।
হায়, অধিকাংশ নারী সেগুলো পড়ে দেখারও প্রয়োজন বোধ করেনি। নারী-সম্রাট কি দাসদের মাথায় তুলবে!
পুরুষ নারীকে সম্মান করে সব কিছুই করছে আর বিনিময়ে চেয়েছে শুধু একটু করুণা।
কিন্তু হায় দাসদের মতোই পুরুষদের কপালে পুরস্কারের বদলে বেশিরভাগ সময়ই জুটেছে তিরস্কার।
এই কষ্ট আমাদের নারী-সম্রাটরা কখনোই বুঝতে চায় নি।
পুরুষের দাসত্বের মুক্তি নেই। নারী যে দাস ছাড়া অচল!
নারীর দুঃখের বেশিটাই কৃত্তিম, কিছু দাসের অর্বাচীন উৎপাত। একদিন তারা ভাঙবে এই পুরুষতন্রের শৃঙ্খল। পুরুষদের নির্ভেজাল দাসত্ব একদিন প্রতিষ্ঠা করবেই নারী।
অস্বীকার করবে সাধ্য কার?
নারীই সম্রাট ; প্রকৃতির চিরন্তন লীলায়।
এরপরেও কথা আছে!
কথার পরেও কথা থাকে।
হাহাহা! শেষ হাসি তাহলে কার? প্রকৃতির?
এমন বাঁধন নেই বাঁধবে তোমাকে
নিজেই যে বাঁধা পড়ে, কে ফেরায় তাকে?
ভালবাসার বন্ধনে নারী পুরুষের বাধ্যগত দাসী।
প্রেমিক-পুরুষ প্রকৃতির এক ম্যাজিক সুন্দর!
EmoticonEmoticon