একটি মেয়ের কথা জানি, যে অন্যর বাড়িতে কাজ করতো, কাগজের ব্যাগ বানিয়ে দোকানে বিক্রি করতো, তারপর সেইটাকায় পড়াশুনা করেছে।
.
আজ সে বাংলাদেশ বিমান বাহিনীরসদস্য।
.
*৯ বছর বয়সের এক ছেলে। খাবারের অভাবে মসজিদের মুয়াজ্জিন ছিলো, তারপর পাড়ার একভাইয়ের সহযোগীতায় পায় দোকানে রুটিবানানোর কাজ। তারপর পড়াশুনা। সেই ছেলেটির নাম আজ সবার মুখে মুখে।
.
.....কাজী নজরুল ইসলাম।
.
.
*আরেক বালকের কথা জানি,বাড়ি জামালপুর। খড়ের ঘরে থাকতো আর ছাগল ছরাতো। ছাগলের দুধ বিক্রি করে বিড়ি-সিগারেটের দোকান করতো। জামা পরে সেএকদিনও স্কুলে যেতে পারেনি। বাজারে বাজারে গামছা বিছিয়ে টাকা (১৫০৳) তুলে কলেজে ভর্তি হয়েছিলো।
.
সেই ছেলেটিই হয়ে ছিলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
.
- নাম, আতিউর রহমান।
.
.
*আরেক ব্যাক্তি আছে, যে দুই দিনে এক বেলাখেতে পেতো। এতটাই দরিদ্র ছিলো যে বইখাতা কেনার সামর্থ্য ছিলো না তার।কাঠুরিয়ার কাজ করতো, তারপর পড়াশুনা।
- সেই ব্যাক্তিটিই হয়েছিলো আমেরিকার প্রেসিডেন্ট।
নাম- আব্রাহাম লিংকন।
.
.
*আরেক যুবকের নাম জানি,মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলায় স্কুল পালিয়েছে একের অধিকবার। রাস্তায় যাযাবরের মত ঘুরতো। বন্ধুর সহায়তায় শুরু করে নিজের মেধার বিকাশ।
.
- সেই যুবকটিই আজকের বিল গেটস।
.
.
*আরেকজন, বাবার সাথে মুদি দোকান করতো।পরিবারের এতই অভাব ছিলো যে
- স্কুল নাগাতপড়েই তাকে থেমে যেতে হয়েছিলো। সেইব্যাক্তিই একসময় হয়ে উঠে বিরাট বিপ্লবীনেতা।
.
- আর কেউ নয়, চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং।
.
.
পেশায় ছিলো নাপিত। পাড়ায় পাড়ায় ঘুরেকিংবা সেলুনে চুল কাটতো।
সেই হয়েছিলো
কৃষ্ণ-আফ্রিকার মুক্তি আন্দোলনের হোতা।
- সে হচ্ছে, স্বাধীন নামবিয়ার রাষ্ট্রপিতা ওপ্রেসিডেন্ট শ্যাম নাজোমা।
.
.
অভাবের তাড়ানায় কুলিগিরি করতো। একদিন বাসের কন্ডাক্টরের কাজের জন্য গেলে তাকেধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যে যুবকটিঅংকে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতেপারেনি, পরবর্তীতে
সেই হয়
.
ব্রিটেনেরঅর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী।
নাম- জন মেজর।
.
.
*আরেক ছেলের বাবা-মা এতই গরিব ছিলো যে,তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দু’দিনদেরি হয়। ভাবতে পারেন?
সেই আজকের ফুটবল কিংবদন্তী! নাম
-রোনাল্ডো।
জিরো থেকে হিরো হওয়া উপরের উদাহরণগুলো দেওয়ার কিছু কারন আছে।
এদেরও অনেক কষ্ট ছিলো, জীবনের শুরুতেই হতাশ হয়েছিলো বার বার।কিন্তু, হাল ছেড়ে দেয়নি.....
ডিপ্রেশনকেওস্থান দেয়নি নিজের মাঝে। করেনি সুইসাইড।অথচ আমরা আজকাল আইফোন কিনতে না পেরেসুইসাইড করি। প্রেমে ব্যার্থ হয়ে ডিপ্রেশনেপড়ে ড্রাগস নেই, তারপর সুইসাইড!কিন্তু কেন রে ভাই!!????
আপনিও যে দ্বিতীয় কোন আতিউর রহমান কিংবা আব্রাহাম লিংকন হবেননা, তার-ও বাকি নিশ্চায়তা আছে????কেন লাইফে ডিপ্রেশনকে জায়গা দিবেন!??
Be strong!
নিজের উপর কনফিডেন্স রাইখো, ডিপ্রেশডহইয়ো না......
রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
নিজের উপর কনফিডেন্স রাখো ।

Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon