আমার মা যে আমার দু'বোন ও আমার জননী, তার জন্যে যেমন আমার বাবার সাথে তাঁর বিয়ের কাবিনের রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই, ঠিক তেমনিভাবে বাংলাদেশ যে ধর্ম-নির্বিশেষে সমগ্র বাঙালী জাতির দেশ, তার জন্যেও কোনো সংবিধানের রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই।
তাই, ধর্ম-নির্বিশেষে সকল বাঙালীকে বলি, মাতৃভূমি বাংলার প্রতি অনুগত থাকো। ভারত কিংবা পাকিস্তানের দালালি করো না।
বাঙালীর জন্যে বাঙালীত্বই সবচেয়ে সম্মানের এবং বাংলাদেশই গৌরবের। সুতরাং, বাংলা ও বাঙালীকে সমৃদ্ধ করো। বিশ্বাস করো, বাংলা ও বাঙালীর সমৃদ্ধি ছাড়া তোমার কোনো মূল্য নেই, তা ব্যক্তিগভাবে তুমি যা-ই হও না কেনো ।
পুনশ্চঃ
এ-ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, একমাত্র ধর্মনিরপেক্ষ বাঙালীরাই হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু জাতিসত্তার প্রতি সম-অধিকারের ভিত্তিতে শ্রদ্ধাশীল। যদিও ধর্মবাদীরা বাঙালীত্বের বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু জাতিসত্তার জন্যে মায়া কান্না কেঁদে রাষ্ট্রের বাঙালী চরিত্র নস্যাৎ করতে চায়।
কিন্তু ওদেরকে যদি চয়েস দেওয়া হয়, তারা তখন নিজেদের ধর্ম বাঙালী অ-বাঙালী নির্বিশেষে সবার ওপর চাপিয়ে দিয়ে গোটা দেশটাকে একটা ধর্মরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে।
EmoticonEmoticon