বুধবার, ১ নভেম্বর, ২০১৭

বন্দে মাতরম্‌ ও আল্লাহু আকবরঃ ধর্মবাদী রাজনৈতিক স্লৌগান!

'বন্দে মাতরম্‌' ও 'আল্লাহু আকবার' হচ্ছে যথাক্রমে হিন্দুত্ববাদী ও ইসলামবাদী রাজনৈতিক স্লৌগান।

হিন্দুত্ববাদী বাঙালী ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধর্মীয় বিদ্বেষবাদী উপন্যাস 'আনন্দ মঠ' থেকে চয়িত 'বন্দে মাতরম্‌' বাঙালী হিন্দুদের মধ্যে হিন্দু-পুনর্জীবনবাদী জাতীয়তাবোধের সঞ্চার করে, যার প্রতিক্রিয়ায় বাঙালী মুসলমানরা এই স্লৌগান প্রত্যাখ্যান করে রাজনীতিতে কুরআন থেকে চয়িত 'আল্লাহু আকবর' নিয়ে আসে। এভাবে বাঙালী জাতি ধর্মীয় লাইনে বিভক্ত হয়ে পড়ে।

১৯০৫ সালে সূচিত বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের মধ্যে 'বন্দে মাতরম্‌' স্লৌগানের আধিপত্য আবির্ভুত হলে, এক বছরের মধ্যে ১৯০৬ সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়ে 'আল্লাহু আকবার' স্লৌগান শুরু করে।

প্রতিকী ও দার্শনিকভাবে বাঙালী জাতীয়তাবাদী রাজনীতির জন্যে বন্দেমাতরম্‌ ও আল্লাহু আকবার উভয় স্লৌগানই অনুপযুক্ত। কারণ, স্লৌগান দু'টোর অন্তর্নিহিত অর্থ ও দার্শনিক তাৎপর্য ধর্মনিরপেক্ষ বাঙালীত্বর বিরুদ্ধে।

ঐতিহাসিকভাবে 'জয় বাংলা' হচ্ছে প্রকৃত বাঙালী জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ স্লৌগান। কারণ, এই স্লৌগানের ভিত্তিতেই বাঙালী জাতির পূর্বখণ্ড হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ইত্যাদি নির্বিশেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিশ্বের প্রথম স্বাধীন বাঙালী জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে।

০২/১১/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon