মহাকালের বৃদ্ধাঙ্গুল হতে
নিহারীকার শীর্ণ হাতের নির্জন অনামিকায়,
হিম যুগের বিলুপ্ত স্পর্শ হতে
উত্তপ্ত লাল নক্ষত্রের মুখের বলিরেখায়,
এসে ভৌত ইতিহাসের প্রথম কিনারে
কড়া নেড়ে পৌরনিক শেষ দরজায়
অতঃপর প্রানের গভীরতর বোধের ভেতরে
কোয়ান্টাম কুয়াশার অন্ধকার বিস্তৃত ধুসর রহস্যতায়
নামলাম
আমি যেন সৃষ্টির শিকড়ে।
যেমন নির্বান হতে নেমেছিলো
অলৌকিক বোধি
অশ্বত্থের নিবিড় প্রাঙ্গনে ধ্যানী বুদ্ধের জ্ঞানমুদ্রায়
অথবা
শ্রাবস্তীর ছায়া হতে তুলে নিয়ে জ্ঞানজ্যোতি
মানুষের মনকে আচ্ছন্ন করে আকাশগঙ্গায়
স্থাপিত করে স্মৃতির ভেতর সময়হীন কৃষ্ণগহ্বর
অতীস দীপঙ্কর যেমন নেমেছিলেন
প্রজ্ঞার শিকড়ে ।
তেমনি আমিও
সময়ের মসৃন শরীর হতে নেমে
জগতের কোন বিস্মৃত মুহূর্তের মতন
কোন এক কৃষ্ণগহ্বরের ঘটনা দিগন্তের কিনারায়
এসে থমকে যাই ,
যেন আমি নিসঙ্গ নভোচারী একজন
বসে থেকে মহাকর্ষের অদৃশ্য গ্রীবায়
বিশ্বয়ে চমকে যাই
মহাজাগতিক শিকড় হতে উৎসারিত আভায়।
সেই শিকড়ে নামি
শিকড় হতে উঠে আসে অফুরান প্রান,
শিকড় হতে যতদূর যাই তত বিপুল পিছুটান,
শিকড় হতে নেমে আসে নিওলিথ স্বপ্নের ঘোর
মুঠোর ভেতর সেলফোন হঠাত হয়ে যায়
অরিনিয়াসিন প্রস্তর ।
মেঘের বলিষ্ঠ পেশী থেমে আছে
আকাশের কিনারে
সেই কিনারা হতে ঘুমন্ত স্বরনিকার হাতের মতন
নরম মেঠো পথ নেমে এসে
যেইখানে হয় মরনের মতন নির্জন
সোনালী খরের মিনারে মিনারে
আমি ঘূর্ণিঝড়ের অন্তর হতে সেই খানে নেমে
তোমাদেরই মানুষের মতন
তবুতো একাকী একজন
শিকড়ের ঘ্রান খুঁজি তোমাদের শরীরে শরীরে।
সূর্য এখন নিরুপম সন্ধ্যার অ্যাস্ট্রেতে মৃয়মান
বিষন্ন ঈশ্বরের নিরাকার আঙুলের থেকে খসে
হয়ে আছে ক্ষীয়মান সিগারেটের শিখা ,
আমার শরীরে এখন এই সূর্য নিকোটিনের ঘোর
চোখ মুখ ঠোঁট এই সন্ধ্যা মাখা ।
আমি এই নেশার সন্ধ্যার মায়াবী সম্মোহনে
চলে আসি জাতিস্বর স্মৃতির ইশারায়,
অন্তরীক্ষের বুকের ছায়াপথের
অর্ধবৃত্তের সীমানায়
মেহেগনি শাল আর চাম্বল বৃক্ষের
ডালপালার ছায়ায় ছায়ায়,
প্রথম বারের মতন
আমারই চেতনার চিহ্ন বুনে বুনে
আমি আসি তুমুল জল
আমারই শিকড়ের বিপুল পিপাসায় ।
সেই প্রচন্ড তৃষ্ণায়
ভেঙে যায়
ব্যকুল প্রেম হত্যাকারী ঘাতক প্রত্যাক্ষান
মুছে যায় অবহেলায়
পাপড়ি ছেড়ার রজনীগন্ধার দুঃখ অভিমান ,
আমিও যে ব্যর্থ অভিমানের স্পর্শ হতে খসে
তৃষ্ণার আহ্বানে চলে এসে এতদূর
হয়ে গেছি পুরনো শিকড়ের নতুন অঙ্কুর,
তাই বিষাদ তুমি সমুদ্রে যাও
মৃত্তিকার সুখে ভরে আছে আমার বুক
আমি সীমাহীন তৃষ্ণার তৃপ্তি
আমার প্রেমিকা শিকড়ের প্রথম চুমুক ।
EmoticonEmoticon