কি লুকোতে চাস?
ঐ রাজপথের ক্যানভাসে রক্তের আলপনা?
বুটের চাপে নিষ্পেসিত প্ল্যাকার্ড ?
অর্ধমৃত টিয়ার সেল?
সামান্য রক্ত খেয়েই টলে ওঠা মাতাল বুলেটের খোসা?
জলদি লুকিয়ে ফেল।
কিন্তু এই দুরন্ত বাতাস হতে মোছা যাবে না
আমার রেখে আসা স্লোগান,
ঐ সূর্য আমার মিছিলের প্রতি পদধ্বনির সাক্ষী
প্রতি বৃক্ষের হৃদয় জানে
আমার সাহসের পেছনে ক্ষুধার দীর্ঘ ইতিহাস
এই শহরের প্রতি অফিসের "No vacancy"এর সাইনবোর্ড দেখেছে আমার প্রতিশোধের স্পৃহা
ঐ ফুটপাত শুনেছে আমার অর্থহীন ব্যর্থতায় নিজেকেই শুয়োরের বাচ্চা বলে গালি দেবার ফিসফাস
সন্ধ্যায় বাঁকানো ঘাড়ের ল্যাম্পপোস্ট গুলো
কিভাবে যেন জানতে পেরেছিল
আমার হলদেটে প্রেমের স্বপ্ন।
এই সব অদৃশ্য অগ্নিচিহ্ন
মোছার জন্য কোন সমুদ্র তুই ইজারা নিবি?
প্রতিটি ঘরের আয়নার প্রতিবিম্বে
আমি আমার ইশারা রেখে এসেছি,
লাঠিচার্জ করে ভাঙলেও
সেটা আরো আমাকেই তৈরি করবে।
একটি স্লোগান ডেকে আনবে আরেকটি স্লোগান
একটি মুস্ঠি তুলে ধরবে আরেকটি মুষ্ঠি
একটি আগুনের লেলিহান ঠোট চুমো খাবে আরেকটি আগুন।
তাই যতবার রক্ত মুছবি
ততবারই উদ্বিপ্ত পাজড় নিয়ে আসবে দুঃসাহস
যদি যুদ্ধ হয় এইবার
তবে বঙ্গাকাশের মেঘেরাই অগ্নিজিত বজ্রের প্যারাট্রুপার নিয়ে হবে আমার দুধর্ষ এয়ারফোর্স
সমুদ্রের প্রতিটি উত্তাল ঢেউ হবে
আমার ক্ষুব্ধ নৌ-কমান্ডো
এই মৃত্তিকার সমস্ত বৃক্ষেরা
পদাতিক সৈনিকের মত আমার অধিকারের পক্ষে লড়ে যাবে
দক্ষিনের বাতাস, আমি না বলতেই লন্ডভন্ড করবে
সমস্ত কালো টাকা
পার্বত্যের পাহাড় গুলো এক একটি ট্যাঙ্কের মত এগিয়ে যাবে ঐ পার্লামেন্টের দিকে
শহীদ মিনার হঠাত করে গেয়ে উঠবে জাতীয় সঙ্গীত
বাঙলার প্রতিটি দোয়েল আমার নির্দেশে হবে কৌশলী গুপ্তচর
কবিতার শব্দ গুলো মার্জ করে ছুটে আসবে তনু সহ সকল ধর্ষিতার পক্ষে প্রতিশোধ নিতে।
কতবার রক্ত মুছবি?
রক্ত মুছবি তুই যতবার
বঙ্গপোসাগর হতে ত্রিশ লক্ষ শহীদের রক্তচ্ছাস
দুরন্ত চিতার মত আমাদের ধমণীতে
মিছিলে নামবে ততবার।
EmoticonEmoticon