সোমবার, ১৪ মে, ২০১৮

আমি যখন জাহান্নামে

আহা!
আগুনে কী সুখ!
অনন্ত নরকে হাড়ের লাকড়ি হয়ে
আয়েশী ঈশ্বরের ফু খেয়ে
ধক করে জ্বলে উঠছি বারবার
স্বর্গের আকাশেতে সূর্য নেই,
তাই এই দেহ আগুনেতে অঙ্গার
করেছিলো যারা স্বর্গের আবদার
আমার  আলোয় ঠিকঠাক খুজে পাক
যোনী যত স্বর্গীয় বেশ্যার।

ওরা থাক তহুরা শরাবে
মৌচাকে-মৌচাকে
পারিজাত ফুলে
আশ্লেষে মুদে থাক
টলে উঠে পড়ে যাক
কন্ঠ ভিজুক ওদের ঠান্ডা জলে।

আমার শরীর হল অগ্নির মন্দির
বজ্রের তপস্যা যেমন জলের বৃষ্টির
আমারে বানালো আগুন নিজের দেবতা
আমি তার উপাসক কখনো বা মিতা,
দাউ দাউ  জ্বলে তার পোড়ানোর প্রার্থনা
আমার  আগুন দেবে ঐ স্বর্গেতে হানা।

থাক থাক আগুন তুই এই দেহেতেই থাক,
ঈশ্বরের আদেশ তুই মনেতেই রাখ।

আমি ছিলাম
পৃথিবী ছিল
সেইখানে মানুষের বিরুদ্ধে মানুষ দাড়ায়
সেইখানে শয়তান থাকে ঈশ্বরের পাহারায় ।

আগুন!
চুরি করেছিলাম আমি প্রমিথিউসের মত
বিধাতার শার্দুল নয়নে দুই ভ্রুকুটির মাঝ হতে
হাতের মুঠোয় নিয়েছি আগুন
কী অলৌকিক!
সেই খানে আমার বিরোধিতা
ঈশ্বরের বিরুদ্ধে হেনেছে
অগ্নির বুমেরাং প্রতিগত
আমি সভ্যতার আদিপিতা
আগুনেরে পাথরে রেখে করেছি লৌকিক।
আমি মানুষ,
ঈশ্বর নই,ঈশ্বরের চেয়েও অধিক ।


EmoticonEmoticon