শুক্রবার, ১১ মে, ২০১৮

অভিজিত রায়

আঁধার এর নগ্ন কাঁধ হতে অভিজিৎ নক্ষত্রের কফিন তুলে নিয়ে চলেছি একা
পথ ভ্রষ্ট ধুমকেতুর আকাশে কেবল ধ্বংসের উল্লাস
তবু নির্ভীক পদক্ষেপ আমার সূর্যে সূর্যে রাখা
রক্তে তাই জেগে ওঠে  হঠাৎ
আকাশ ভাঙার তূর্য উচ্ছাস।
মহাকাশ!
আমার কাঁধেই ব্যথার চিতায় জ্বলছে অভিজিত নক্ষত্রের লাশ
অন্তর্দাহ তবু রাখে নির্মোহ দুই চোখ
অগ্নিগিরির লাভায় রেখেছি আমার সকল শোক।
ফুলের কাঁটায় বিদ্ধ সুবাস
সমুদ্র কবে মরে গেছে তৃষ্ণায়
অনিকেত সুরের নেই বাঁশিতেই  বিশ্বাস
অগ্নির লাল রঙ ফিকে আজ ভস্বের অনাস্থায়।
তবু অভিজিত নক্ষত্রের আলো পথ দেখালো
এই সব আত্মঘাতী দুর্যোগে
হিমাদ্রিকে শিখিয়ে গেল নির্ভয় অটলতা
বজ্রকে আশ্রয় দিলো তুফানের কালো মেঘে
ঝর্নার প্রবাহে নিয়ে আসলো নির্মল শুদ্ধতা।
তাই আমার কাঁধেই নিলাম নীলাভ অগ্নির অভিজিত
আমিও জ্বলে উঠি নক্ষত্রের মত
পরাস্ত আঁধারকে করে সূর্যাস্তেই পতিত
আকাশের বুকে দ্বিতীয় সূর্যের ন্যায় জেগে থাক আমার ক্ষত ।


EmoticonEmoticon